Success Story: সৌন্দর্য‍্যের কাছে ফেল নায়িকারাও! চাকরি করতে করতেই UPSC-তে সফল, মাত্র ২১ বছরেই IAS অফিসার, চেনেন এই সুন্দরী আধিকারিককে?

Last Updated:
Success Story, IAS Story: এই সফল অফিসার হলেন আস্থা সিং। আস্থা মাত্র ২১ বছর বয়সে দেশের কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি UPSC পরীক্ষায় পাশ করেছেন।
1/8
সিভিল সার্ভেন্ট অফিসার। লক্ষ লক্ষ পড়ুয়ার স্বপ্নের চাকরি। প্রত‍্যেক বছর দেশের অসংখ‍্য যুবতী ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু বিশ্বের অন‍্যতম কঠিন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোটেই মুখের কথা নয়। বারবার ব‍্যর্থ হয়ে স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায় অনেক তরুণ তরুণীর।
সিভিল সার্ভেন্ট অফিসার। লক্ষ লক্ষ পড়ুয়ার স্বপ্নের চাকরি। প্রত‍্যেক বছর দেশের অসংখ‍্য যুবতী ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু বিশ্বের অন‍্যতম কঠিন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোটেই মুখের কথা নয়। বারবার ব‍্যর্থ হয়ে স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায় অনেক তরুণ তরুণীর।
advertisement
2/8
কিন্তু যে পরীক্ষা দিতে গিয়ে কালঘাম ছোটার দশা হয় বেশিরভাগজনের এই তরুণী অনায়াসে একেবারে প্রথম প্রয়াসেই সফল। শুধু তাই নয় তিনি অন‍্য একটি চাকরি করতে করতেই ইউপিএসসি পরীক্ষা দেন। মাত্র ২১ বছর বয়সেই তিনি ইউপিএসসিতে সফল হয়ে বর্তমানে আইএএস অফিসার হিসেবে কর্মরতা।
কিন্তু যে পরীক্ষা দিতে গিয়ে কালঘাম ছোটার দশা হয় বেশিরভাগজনের এই তরুণী অনায়াসে একেবারে প্রথম প্রয়াসেই সফল। শুধু তাই নয় তিনি অন‍্য একটি চাকরি করতে করতেই ইউপিএসসি পরীক্ষা দেন। মাত্র ২১ বছর বয়সেই তিনি ইউপিএসসিতে সফল হয়ে বর্তমানে আইএএস অফিসার হিসেবে কর্মরতা।  Image Aastha Singh Instagram
advertisement
3/8
হরিয়াণার এই সফল অফিসার হলেন আস্থা সিং। আস্থা মাত্র ২১ বছর বয়সে দেশের কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি UPSC পরীক্ষায় পাশ করেছেন। তবে কেবল আইএএস অফিসার বলে নয়, সোশ‍্যাল মিডিয়ায় তাঁর সৌন্দর্য‍্য নিয়েও জোর চর্চা।
হরিয়াণার এই সফল অফিসার হলেন আস্থা সিং। আস্থা মাত্র ২১ বছর বয়সে দেশের কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি UPSC পরীক্ষায় পাশ করেছেন। তবে কেবল আইএএস অফিসার বলে নয়, সোশ‍্যাল মিডিয়ায় তাঁর সৌন্দর্য‍্য নিয়েও জোর চর্চা।  Image Aastha Singh Instagram
advertisement
4/8
আস্থা সিং হরিয়ানার পঞ্চকুলার বাসিন্দা। তার বাবা ব্রিজেশ সিং একটি ফার্মা কোম্পানিতে কোয়ালিটি হেড। ছোটবেলা থেকেই আস্থা পড়াশোনায় মেধাবী ছিলেন।
আস্থা সিং হরিয়ানার পঞ্চকুলার বাসিন্দা। তার বাবা ব্রিজেশ সিং একটি ফার্মা কোম্পানিতে কোয়ালিটি হেড। ছোটবেলা থেকেই আস্থা পড়াশোনায় মেধাবী ছিলেন।  Image Aastha Singh Instagram
advertisement
5/8
১০ম শ্রেণির পর তিনি কমার্স বেছে নিয়েছিলেন এবং তারপর দিল্লি ইউনিভার্সিটির বিখ্যাত শ্রী রাম কলেজ অফ কমার্স (SRCC) থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করেছেন।
১০ম শ্রেণির পর তিনি কমার্স বেছে নিয়েছিলেন এবং তারপর দিল্লি ইউনিভার্সিটির বিখ্যাত শ্রী রাম কলেজ অফ কমার্স (SRCC) থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করেছেন।  Image Aastha Singh Instagram
advertisement
6/8
আস্থা কলেজের দিনগুলিতেই UPSC এর প্রস্তুতি শুরু করেছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি সিভিল সার্ভিসেসে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন তাই তিনি সময়মতো পরিকল্পনা শুরু করেছিলেন। আস্থা কলেজের দিনগুলিতেই UPSC এর প্রস্তুতি শুরু করেছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি সিভিল সার্ভিসেসে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন তাই তিনি সময়মতো পরিকল্পনা শুরু করেছিলেন।
আস্থা কলেজের দিনগুলিতেই UPSC এর প্রস্তুতি শুরু করেছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি সিভিল সার্ভিসেসে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন তাই তিনি সময়মতো পরিকল্পনা শুরু করেছিলেন।  Image Aastha Singh Instagram
advertisement
7/8
গ্র্যাজুয়েশন শেষ করার পর তিনি হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন (HPSC) পরীক্ষা দিয়েছিলেন এবং প্রথম চেষ্টাতেই র‍্যাঙ্ক ৩১ অর্জন করেছিলেন। এরপর তাঁকে হরিয়ানা সরকারের অ্যাডিশনাল এক্সাইজ এবং ট্যাক্সেশন অফিসার হিসেবে সিনিয়র পোস্টিং দেওয়া হয়েছিল, কিন্তু তার স্বপ্ন এখানেই থামার নয়। তার স্বপ্ন ছিল IAS হওয়ার।
গ্র্যাজুয়েশন শেষ করার পর তিনি হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন (HPSC) পরীক্ষা দিয়েছিলেন এবং প্রথম চেষ্টাতেই র‍্যাঙ্ক ৩১ অর্জন করেছিলেন। এরপর তাঁকে হরিয়ানা সরকারের অ্যাডিশনাল এক্সাইজ এবং ট্যাক্সেশন অফিসার হিসেবে সিনিয়র পোস্টিং দেওয়া হয়েছিল, কিন্তু তার স্বপ্ন এখানেই থামার নয়। তার স্বপ্ন ছিল IAS হওয়ার।  Image Aastha Singh Instagram
advertisement
8/8
সরকারি চাকরি পাওয়ার পর আস্থা ২০২৪ সালে UPSC CSE পরীক্ষা দিয়েছিলেন এবং প্রথম চেষ্টাতেই অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (AIR) ৬১ অর্জন করেছিলেন। তখন তাঁর বয়স মাত্র ২১। সেলফ স্টাডি বা নিজের পড়াশোনার উপরেই আস্থা ছিল আস্থার। কঠোর পরিশ্রমের ফলেই তিনি এত অল্প বয়সেই এতখানি সফল।
সরকারি চাকরি পাওয়ার পর আস্থা ২০২৪ সালে UPSC CSE পরীক্ষা দিয়েছিলেন এবং প্রথম চেষ্টাতেই অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (AIR) ৬১ অর্জন করেছিলেন। তখন তাঁর বয়স মাত্র ২১। সেলফ স্টাডি বা নিজের পড়াশোনার উপরেই আস্থা ছিল আস্থার। কঠোর পরিশ্রমের ফলেই তিনি এত অল্প বয়সেই এতখানি সফল।  Image Aastha Singh Instagram
advertisement
advertisement
advertisement