Primary School Education System: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অতীত এবারে প্রাথমিক বিদ্যালয়েও সিট নাম্বার অনুযায়ী পরীক্ষা

Last Updated:
Primary School Education System: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার চেনা ছবি দেখা গেল এবার মালদহের হবিবপুর ব্লকের অনাইল প্রাথমিক স্কুলের পরীক্ষায়। সোমবার থেকে মালদহে শুরু হয় প্রাথমিকে দ্বিতীয় বার্ষিক মূল্যায়ন। অভিনব পদ্ধতিতে পরীক্ষায় খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা।
1/9
এ যেন প্রাইমারি স্কুলে মাধ্যমিক পরীক্ষা। একেবারে মাধ্যমিক পরীক্ষার ধাঁচে সিট নম্বর দিয়ে পরীক্ষা নেওয়া হল প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। মালদহের এক প্রাথমিক বিদ্যালয়ের এমনি কর্মকাণ্ড নজর কেড়েছে সকলের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
এ যেন প্রাইমারি স্কুলে মাধ্যমিক পরীক্ষা। একেবারে মাধ্যমিক পরীক্ষার ধাঁচে সিট নম্বর দিয়ে পরীক্ষা নেওয়া হল প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। মালদহের এক প্রাথমিক বিদ্যালয়ের এমনি কর্মকাণ্ড নজর কেড়েছে সকলের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/9
বেলুন দিয়ে সাজান স্কুল ক্যাম্পাস। লাইন করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা। স্বাগত জানাতে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ ফুল। স্কুলের দেওয়ালে টাঙান পরীক্ষার্থীদের সিট নাম্বার। নিজেদের রোল নম্বর দেখে সিট নাম্বার খুঁজে পরীক্ষাকেন্দ্রে বসছে ছাত্রছাত্রীরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বেলুন দিয়ে সাজান স্কুল ক্যাম্পাস। লাইন করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা। স্বাগত জানাতে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ ফুল। স্কুলের দেওয়ালে টাঙান পরীক্ষার্থীদের সিট নাম্বার। নিজেদের রোল নম্বর দেখে সিট নাম্বার খুঁজে পরীক্ষাকেন্দ্রে বসছে ছাত্রছাত্রীরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/9
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার চেনা ছবি দেখা গেল এবার মালদহের হবিবপুর ব্লকের অনাইল প্রাথমিক স্কুলের পরীক্ষায়। সোমবার থেকে মালদহে শুরু হয় প্রাথমিকে দ্বিতীয় বার্ষিক মূল্যায়ন। অভিনব পদ্ধতিতে পরীক্ষায় খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার চেনা ছবি দেখা গেল এবার মালদহের হবিবপুর ব্লকের অনাইল প্রাথমিক স্কুলের পরীক্ষায়। সোমবার থেকে মালদহে শুরু হয় প্রাথমিকে দ্বিতীয় বার্ষিক মূল্যায়ন। অভিনব পদ্ধতিতে পরীক্ষায় খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/9
শুধু হবিবপুরের অনাইল প্রাথমিক স্কুলেই নয়, জেলার ১০০টি স্কুলকে মডেল পরীক্ষাকেন্দ্র হিসাবে সাজান হবে বলে দাবি প্রাথমিক শিক্ষা সংসদের। তাদের দাবি, জেলাতে ১৯৪২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। গত বছর ১০টি বিদ্যালয়ে মডেল পরীক্ষাকেন্দ্র করা হয়েছিল।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
শুধু হবিবপুরের অনাইল প্রাথমিক স্কুলেই নয়, জেলার ১০০টি স্কুলকে মডেল পরীক্ষাকেন্দ্র হিসাবে সাজান হবে বলে দাবি প্রাথমিক শিক্ষা সংসদের। তাদের দাবি, জেলাতে ১৯৪২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। গত বছর ১০টি বিদ্যালয়ে মডেল পরীক্ষাকেন্দ্র করা হয়েছিল।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/9
জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন বলেন, “মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের স্বাদ প্রাথমিকের পড়ুয়াদের দিতে মডেল পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ান হয়েছে। খুদে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রতি ভয় কাটাতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানেন তিনি।” (ছবি ও তথ্য: জিএম মোমিন)
জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন বলেন, “মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের স্বাদ প্রাথমিকের পড়ুয়াদের দিতে মডেল পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ান হয়েছে। খুদে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রতি ভয় কাটাতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানেন তিনি।” (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/9
হবিবপুরে রাজ্য সড়কের ধারে অনাইল প্রাথমিক স্কুল। ছাত্রছাত্রী রয়েছে প্রায় দেড়শো জন। আটজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। দ্বিতল স্কুলকে রঙিন বেলুন দিয়ে সাজান হয়। অভিভাবকদের জন্য বিশ্রামাগার, খুদে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
হবিবপুরে রাজ্য সড়কের ধারে অনাইল প্রাথমিক স্কুল। ছাত্রছাত্রী রয়েছে প্রায় দেড়শো জন। আটজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। দ্বিতল স্কুলকে রঙিন বেলুন দিয়ে সাজান হয়। অভিভাবকদের জন্য বিশ্রামাগার, খুদে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
7/9
গোলাপ, কলম দিয়ে বরণ করা হয় খুদেদের। পরীক্ষাকেন্দ্রে প্রতিটি বেঞ্চে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট রোল নম্বর, নাম লেখা হয়। স্কুলের দেওয়ালে রোল নম্বর টাঙানো হয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল,প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এবং প্রাথমিক শিক্ষা দফতরের আধিকারিকেরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
গোলাপ, কলম দিয়ে বরণ করা হয় খুদেদের। পরীক্ষাকেন্দ্রে প্রতিটি বেঞ্চে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট রোল নম্বর, নাম লেখা হয়। স্কুলের দেওয়ালে রোল নম্বর টাঙানো হয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল,প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এবং প্রাথমিক শিক্ষা দফতরের আধিকারিকেরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
8/9
গোলাপ ফুলের পাশাপাশি খুদে পরীক্ষার্থীদের মধ্যে লাড্ডুও বিলি করা হয়। অনাইল স্কুলের শিক্ষক স্বপন সরকার বলেন, “প্রাথমিক থেকেই রোল নম্বর খুঁজে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অভ্যস্ত হলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরীক্ষা নিয়ে ভয় কমবে ছাত্র-ছাত্রীদের।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)
গোলাপ ফুলের পাশাপাশি খুদে পরীক্ষার্থীদের মধ্যে লাড্ডুও বিলি করা হয়। অনাইল স্কুলের শিক্ষক স্বপন সরকার বলেন, “প্রাথমিক থেকেই রোল নম্বর খুঁজে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অভ্যস্ত হলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরীক্ষা নিয়ে ভয় কমবে ছাত্র-ছাত্রীদের।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
9/9
এই পদ্ধতিতে খুশি অভিভাবক থেকে খুদে ছাত্র-ছাত্রীরাও। অভিভাবক সনেকা সরকার বলেন,“পরীক্ষা ব্যবস্থা খুবই ভাল হয়েছে। পড়াশোনার পাশাপাশি পরীক্ষার প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়বে।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)
এই পদ্ধতিতে খুশি অভিভাবক থেকে খুদে ছাত্র-ছাত্রীরাও। অভিভাবক সনেকা সরকার বলেন,“পরীক্ষা ব্যবস্থা খুবই ভাল হয়েছে। পড়াশোনার পাশাপাশি পরীক্ষার প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়বে।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement