Primary School Education System: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অতীত এবারে প্রাথমিক বিদ্যালয়েও সিট নাম্বার অনুযায়ী পরীক্ষা
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Primary School Education System: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার চেনা ছবি দেখা গেল এবার মালদহের হবিবপুর ব্লকের অনাইল প্রাথমিক স্কুলের পরীক্ষায়। সোমবার থেকে মালদহে শুরু হয় প্রাথমিকে দ্বিতীয় বার্ষিক মূল্যায়ন। অভিনব পদ্ধতিতে পরীক্ষায় খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা।
advertisement
বেলুন দিয়ে সাজান স্কুল ক্যাম্পাস। লাইন করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা। স্বাগত জানাতে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ ফুল। স্কুলের দেওয়ালে টাঙান পরীক্ষার্থীদের সিট নাম্বার। নিজেদের রোল নম্বর দেখে সিট নাম্বার খুঁজে পরীক্ষাকেন্দ্রে বসছে ছাত্রছাত্রীরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গোলাপ, কলম দিয়ে বরণ করা হয় খুদেদের। পরীক্ষাকেন্দ্রে প্রতিটি বেঞ্চে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট রোল নম্বর, নাম লেখা হয়। স্কুলের দেওয়ালে রোল নম্বর টাঙানো হয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল,প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এবং প্রাথমিক শিক্ষা দফতরের আধিকারিকেরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement