Dhoni Daughter School Fees: কোন স্কুলে পড়ে ধোনির মেয়ে...কত টাকা লাগে? সারা বছর খেটেও এত টাকা রোজগার করে না অনেকে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ধোনি ও সাক্ষীর মেয়ে জিভার জন্ম। দেখতে দেখতেই ১০ বছরে পা দিয়ে ফেলেছে সে৷
advertisement
advertisement
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ধোনি ও সাক্ষীর মেয়ে জিভার জন্ম। দেখতে দেখতেই ১০ বছরে পা দিয়ে ফেলেছে সে৷ বাবার খেলা দেখতে মায়েরা সাথে দেশবিদেশে ঘুরে বেরালেও জিভার স্কুল কিন্তু একেবারে ঘরের কাছেই৷ জিভা পড়াশোনা করে রাঁচির অন্যতম সেরা স্কুল টুরিয়ান ওয়ার্ল্ড স্কুলে। এখন জিভার ক্লাস ফাইভ৷ কিন্তু জানেন কি, সেখানকার খরচ কত?
advertisement
প্রায় ৬৫ একর জায়গা জুড়ে সবুজ গাছে ঘেরা টুরিয়ান ওয়ার্ল্ড স্কুলের ক্যাম্পাস৷ কী না শেখানো হয় সেখানে...নাচ, গান, আঁকা, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজানো, এমনকি চাষবাসও৷ এছাড়া, হর্স রাইডিং, সুইমিং, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস— সব খেলার সুযোগ রয়েছে জিভার স্কুলে।প্রায় ৬৫ একর জায়গা জুড়ে সবুজ গাছে ঘেরা টুরিয়ান ওয়ার্ল্ড স্কুলের ক্যাম্পাস৷ কী না শেখানো হয় সেখানে...নাচ, গান, আঁকা, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজানো, এমনকি চাষবাসও৷ এছাড়া, হর্স রাইডিং, সুইমিং, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস— সব খেলার সুযোগ রয়েছে জিভার স্কুলে।
advertisement
advertisement
অন্যদিকে, রোহিত শর্মার মেয়ে সামাইরার জন্ম ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছোট্ট সামাইরা মুম্বইয়ের ধীরুবাই অম্বানি ইন্টারন্যাশানাল স্কুলে পড়াশোনা করে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ অনুযায়ী ওই স্কুলে কিন্ডারগার্টেনের জন্য ১৪ লক্ষ টাকা বেতন এবং ক্লাস টুয়েলভ অবধি বেতন ২০ লক্ষ টাকা। প্রায় ৬ বছরের কাছাকাছি রোহিতের মেয়ের বয়স।
advertisement