India Government Jobs: High Court থেকে Bank, Post Office থেকে NTPC, এক নয়, দুই নয় প্রচুর শূন্যপদে সরকারি চাকরির বড় সুযোগ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Sarkari Naukri: একদম সীমিত সময়ের জন্য হাজার হাজার সরকারি পদ ফাঁকা আছে ৷ এখুনি আবেদন করুন
advertisement
advertisement
advertisement
(RSSB Fireman, Assistant Fire Officer): রাজস্থান কর্মচারী চয়ন বোর্ড ৬২৯টি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ৷ ফায়ারম্যান, অ্যাসিসট্যান্ট ফায়ার অফিসার পদে ১৮ বছরের উর্ধ্বে আবেদন করতে পারেন ৷ ৬২৯টি শূন্যপদের মধ্যে ৬০০ পদে ফায়ারম্যান হিসাবে কর্মী নিয়োগ করা হবে ৷ বাকি ২৯টি পদ ফায়ার অ্যাসিসট্যান্ট অফিসারের জন্য আবেদন করতে পারেন ইচ্ছুক প্রার্থীরা ৷ এই পদে আবেদন করার শেষ দিন ১৬ সেপ্টেম্বর ২০২১ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
এলাবাহাবাদ হাইকোর্টে কাজের সুযোগ (Allahabad High Court recruitment 2021): হাইকোর্টে ৪১১ শূন্যপদে কর্মী নিয়োগের বিবৃতি জারি করেছে ৷ রেভিনিউ অফিসার, অ্যাসিসট্যান্ট রেভিনিউ অফিসার ও কম্পিউটার অ্যাসিসট্যান্ট পদের জন্য কর্মী নিয়োগের বিবৃতি ৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২১ ৷ পরীক্ষায় নির্বাচনের ক্ষেত্রে সিবিটি CBT পরীক্ষা-কম্পিউটার টেস্ট হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
(NTPC Recruitment 2021): ন্যাশন্যাল থার্ম্যাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-তে কাজ করার এক দারুণ সুযোগ ৷ এনটিপিসি সম্প্রতি অ্যাসিসট্যান্ট মেডিক্যাল অফিসার পদের জন্য আবেদন আমন্ত্রণ করা হয়েছে ৷ (NTPC)-৪৭টি শূন্যপদের জন্য কর্মী নিয়োগের বিবৃতি জারি করেছে ৷ আবেদনের শেষ তারিখ ২ সেপ্টেম্বর ৷ প্রতীকী ছবি ৷