Indian Railways TTE Job: কীভাবে পাওয়া যায় রেলের TTE -র চাকরি? কত দূর পড়াশোনা চাই..পাশ করতে হয় কোন পরীক্ষা? জানুন...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলওয়েতে TTE নিযুক্ত করা হয়। যিনি সমস্ত যাত্রীর টিকিট পরীক্ষা করেন এবং তাদের সঠিক স্থানটি জানান। যদি কোনও যাত্রীর কাছে সঠিক ভ্রমণ টিকিট না থাকে, তাহলে TTE তাকে জরিমানা করতে পারে।
advertisement
advertisement
advertisement
প্রার্থীদের জন্য বাধ্যতামূলক যোগ্যতা কী?টিটিই হতে হলে প্রার্থীকে ৫০% নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। এছাড়াও, রেলওয়ে টিটিই পদে আবেদনকারী প্রার্থীর ডিপ্লোমা কোর্স করা প্রয়োজন। টিটি হওয়ার জন্য আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। প্রার্থী যে কোনও রাজ্য থেকে রেলওয়ে টিটিই-এর জন্য আবেদন করতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
টিটিই বেতনযদিও ষষ্ঠ বেতন কমিশন অনুসারে এই পদের জন্য নিম্নলিখিত বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে, কিন্তু সপ্তম বেতন কমিশন অনুসারে, পে ব্যান্ড সিস্টেম বাতিল করা হয়েছে এবং প্রার্থীরা আরও বেশি বেতন পাবেন।৫২০০/- টাকা – ২০২০০/- টাকা + ১৯০০/- টাকা গ্রেড পে + ডিএ + এইচআরএ + অন্যান্য ভাতা,মোট প্রতি মাসে প্রায় ১৪,০০০/- টাকা। (প্রকৃত বেতন নিউজ১৮ বাংলা নিশ্চিত করে না)