Indian Railways Jobs: কোনও লিখিত পরীক্ষা ছাড়াই রেলে চাকরি, হাজার-হাজার শূন্যপদ, এই মাসেই ফর্ম-ফিল আপ, বেতন কত? জানুন বিস্তারিত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
হাওড়া, শিয়ালদহ, মালদহ, আসানসোল, কাঁচরাপাড়া, লিলুয়া এবং জামালপুরের মতো বড় ওয়ার্কশপ ও ডিভিশনে চাকরি
যাঁরা ভারতীয় রেলে চাকরি করতে চান, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। পূর্ব রেল চলতি বছর ৩১১৫টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের ঘোষণা করেছে। এই চাকরিগুলি হাওড়া, শিয়ালদহ, মালদহ, আসানসোল, কাঁচরাপাড়া, লিলুয়া এবং জামালপুরের মতো বড় ওয়ার্কশপ ও ডিভিশনে। আগামী ১৪ অগাস্ট থেকে ফর্ম ফিল-আপ।
advertisement
ইন্ডিয়ান রেলওয়ের চাকরি: কারা আবেদন করতে পারবেন? দশম শ্রেণী ও আইটিআই পাশ করলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত ১০ম শ্রেণীর সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা জরুরি। বয়সসীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে, তবে সরকারী নিয়ম অনুযায়ী SC/ST ও OBC প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
advertisement
রেলওয়ে নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি: কীভাবে হবে নির্বাচন?এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। আপনার ১০ম শ্রেণী ও আইটিআই- এর নম্বরের ভিত্তিতে নির্বাচন হবে। যদি কারও নম্বর সমান হয়, তাহলে যাঁর বয়স বেশি, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
বেতন কত? নির্বাচিত হওয়ার পর প্রশিক্ষণ দেওয়া হবে, এবং এই প্রশিক্ষণ চলাকালীন একটি স্টাইপেন্ড (প্রশিক্ষণ ভাতা) দেওয়া হবে।
advertisement
ফর্ম ফি কত?– সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটেগরির প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে।এসসি, এসটি এবং মহিলাদের জন্য কোনও ফি লাগবে না।
advertisement
রেলওয়ে চাকরি যোগ্যতা: আবেদন করতে কী কী লাগবে?১০ম শ্রেণীর সার্তিফিকেট, আইটিআই সার্টিফিকেট, ছবি, সই, জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়) এবং আধার কার্ড আগে থেকেই প্রস্তুত রাখুন। এই সমস্ত কাগজপত্র ছাড়া ফর্ম পূরণ সম্পূর্ণ হবে না, তাই আগেভাগে যাচাই করে নিন।
advertisement