হোম » ছবি » শিক্ষা » বিদেশে পড়ার স্বপ্ন? রইল ভারতীয় পড়ুয়াদের জন্য ৫ দেশে কম খরচে উচ্চশিক্ষার দারুণ

Study Abroad: বিদেশে পড়ার স্বপ্ন? রইল ভারতীয় পড়ুয়াদের জন্য ৫ দেশে কম খরচে উচ্চশিক্ষার দারুণ সুযোগ

  • 17

    Study Abroad: বিদেশে পড়ার স্বপ্ন? রইল ভারতীয় পড়ুয়াদের জন্য ৫ দেশে কম খরচে উচ্চশিক্ষার দারুণ সুযোগ

    সামনেই উচ্চমাধ্যমিক, তারপরেই শুরু হবে কলেজে পড়াশোনার পাঠ, অর্থাৎ স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ৷ বহু ভারতীয় ছাত্রছাত্রীদেরই স্বপ্ন থাকে বিদেশে গিয়ে পড়াশুনা করবার৷ কিন্তু দেশের গণ্ডি ছাড়িয়ে পড়াশোনার পথে বাধা অনেক৷

    MORE
    GALLERIES

  • 27

    Study Abroad: বিদেশে পড়ার স্বপ্ন? রইল ভারতীয় পড়ুয়াদের জন্য ৫ দেশে কম খরচে উচ্চশিক্ষার দারুণ সুযোগ

    বিদেশে প্রতিষ্ঠানগুলিতে বিপুল অঙ্কের খরচের ভয়, পড়াশোনার পরিবেশ থেকে বিদেশে থাকা সব নিয়ে চিন্তা থেকেই যায়৷ তবে বেশ কিছু বিদেশের কিছু অসাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বা ছাড়ে শিক্ষা প্রদান করে৷ কোনও কোনও জায়গায় বিশেষ সুবিধা মিলতে পারে ভারতীয় হিসেবে৷ এখানে রইল তেমনই বিভিন্ন দেশের কিছু কলেজ, বিশ্ববিদ্যালয়ের তালিকা৷

    MORE
    GALLERIES

  • 37

    Study Abroad: বিদেশে পড়ার স্বপ্ন? রইল ভারতীয় পড়ুয়াদের জন্য ৫ দেশে কম খরচে উচ্চশিক্ষার দারুণ সুযোগ

    রাশিয়া
    রাশিয়া আর ভারতের সুম্পর্কের কারণে ডাক্তারি ছাত্রছাত্রীদের কাছে রাশিয়া বরাবরই খুব প্রিয় দেশ৷ কারণ রাশিয়াতে সম্পূর্ণ বিনামূল্যে না হলেও বিদেশ থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য থাকে অনেকটা ছাড়৷ এমনকি পড়ার পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলিতে চাকরিও করতে পারবেন পড়ুয়ারা৷ দ্বাদশ শ্রেণির পরীক্ষার পরই মসকো স্টেট ইউনিভার্সিটি, টোমস্ক স্টেট ইউনিভার্সিটি এবং সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি- এইসব ইউনিভার্সিটিগুলিতে পড়ার জন্য আবেদন করতে পারেন৷

    MORE
    GALLERIES

  • 47

    Study Abroad: বিদেশে পড়ার স্বপ্ন? রইল ভারতীয় পড়ুয়াদের জন্য ৫ দেশে কম খরচে উচ্চশিক্ষার দারুণ সুযোগ

    জার্মানি
    জার্মানির বেশকিছু নামজাদা কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ার জন্য কোনও টিউশন ফি লাগে না৷ জার্মানির হ্যামবার্গ ইউনিভার্সিটি, ফ্রিই ইউনিভার্সিটি বার্লিনে পড়ার চেষ্টা করতেই পারেন৷

    MORE
    GALLERIES

  • 57

    Study Abroad: বিদেশে পড়ার স্বপ্ন? রইল ভারতীয় পড়ুয়াদের জন্য ৫ দেশে কম খরচে উচ্চশিক্ষার দারুণ সুযোগ

    ব্রাজিল
    দক্ষিণ আমেরিকার দেশগুলিতে ভারতীয় ছাত্রছাত্রীদের পড়াশোনা একেবারে বিনামূল্যেই হতে পারে৷ কিন্তু সুযোগ পাওয়ার জন্য পড়ুয়াদের পর্তুগিজ ভাষার পরীক্ষায় পাশ করতে হবে৷ ব্রাজিলের ফেডেরাল ইউনিভার্সিটি অফ কাটারনিয়া, ফেডেরাল ইউনিভার্সিটি অফ এবিসি এবং পোন্টিফিক্যাল ক্যাথলিক ইউনিভার্সিটি অফ রিও ডে জেনেরিও৷

    MORE
    GALLERIES

  • 67

    Study Abroad: বিদেশে পড়ার স্বপ্ন? রইল ভারতীয় পড়ুয়াদের জন্য ৫ দেশে কম খরচে উচ্চশিক্ষার দারুণ সুযোগ

    অস্ট্রিয়া
    দক্ষিণ আমেরিকার দেশ বলে এখানেও বিনামূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে৷ কিন্তু অস্ট্রিয়ার ইউনিভার্সিটি গুলিতে সুযোগ পেতে হলেও পাশ করতে হবে পর্তুগিজ ভাষার পরীক্ষায়৷ অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অফ ভিয়েন্না এবং ইউনিভার্সিটি অফ সালজবার্গ দুটি বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান৷

    MORE
    GALLERIES

  • 77

    Study Abroad: বিদেশে পড়ার স্বপ্ন? রইল ভারতীয় পড়ুয়াদের জন্য ৫ দেশে কম খরচে উচ্চশিক্ষার দারুণ সুযোগ

    নরওয়ে
    অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নরওয়ে শিক্ষার্থীদের আরও একটি কারণে প্রিয়৷ কারণ এখানেও বিনামূল্যে শিক্ষার সুযোগ রয়েছে৷ নরওয়ের দ্য ইউনিভার্সিটি অফ বারজেন এবং দ্য ইউনিভার্সিটি অফ নরওয়ে এই ইউনিভার্সিটি গুলিতে কম খরচে ভাল পড়াশোনার সুযোগ পাবেন৷

    MORE
    GALLERIES