Darjeeling Plogging: বৃষ্টিতে ভিজেই দার্জিলিঙের রাস্তায় প্লগিংয়ে নামল ছাত্রছাত্রীরা, এবার আর চেনা যাবে না পাহাড়ের রানিকে!

Last Updated:
Darjeeling Plogging: টানা বৃষ্টিতে আকাশ ঢেকে রয়েছে, মনে হচ্ছিল-- আজ আর প্লগিং কর্মসূচি হবে না। আয়োজকেরা প্রায় স্থিরই করে ফেলেছিলেন, অনুষ্ঠান বাতিল করা ছাড়া উপায় নেই। তারপর?
1/6
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : সকালটা যেন পুরোই নিরাশাজনক। টানা বৃষ্টিতে আকাশ ঢেকে রয়েছে, মনে হচ্ছিল—আজ আর প্লগিং কর্মসূচি হবে না। আয়োজকরা প্রায় স্থিরই করে ফেলেছিলেন, অনুষ্ঠান বাতিল করা ছাড়া উপায় নেই।
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : সকালটা যেন পুরোই নিরাশাজনক। টানা বৃষ্টিতে আকাশ ঢেকে রয়েছে, মনে হচ্ছিল—আজ আর প্লগিং কর্মসূচি হবে না। আয়োজকরা প্রায় স্থিরই করে ফেলেছিলেন, অনুষ্ঠান বাতিল করা ছাড়া উপায় নেই।
advertisement
2/6
ঠিক সেই সময় খবর আসে—সেন্ট জোসেফ কলেজের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা সকাল সাড়ে ছ’টার আগেই হাজির হয়ে গিয়েছেন সি বিল্ডিং চত্বরে। এরপর গণযোগাযোগ বিভাগের ছাত্রছাত্রীরাও এসে দাঁড়ায়। বৃষ্টিকে উপেক্ষা করে তাঁরা হাতে দস্তানা, ব্যাগ নিয়ে নেমে পড়লেন রাস্তায়। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
ঠিক সেই সময় খবর আসে—সেন্ট জোসেফ কলেজের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা সকাল সাড়ে ছ’টার আগেই হাজির হয়ে গিয়েছেন সি বিল্ডিং চত্বরে। এরপর গণযোগাযোগ বিভাগের ছাত্রছাত্রীরাও এসে দাঁড়ায়। বৃষ্টিকে উপেক্ষা করে তাঁরা হাতে দস্তানা, ব্যাগ নিয়ে নেমে পড়লেন রাস্তায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
কাজের সময় ছাত্রছাত্রীদের ভিজে যাওয়া দেখে অনেকের মনেই খেদ ছিল—হয়তো একটু পরেই থেমে যাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। কিন্তু সে আশঙ্কা সত্যি হল না। বরং তাঁরা পূর্ণ দুই ঘণ্টা কাজ করে যান, এমনকী আরও কিছু করার ইচ্ছেও প্রকাশ করেন। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
কাজের সময় ছাত্রছাত্রীদের ভিজে যাওয়া দেখে অনেকের মনেই খেদ ছিল—হয়তো একটু পরেই থেমে যাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। কিন্তু সে আশঙ্কা সত্যি হল না। বরং তাঁরা পূর্ণ দুই ঘণ্টা কাজ করে যান, এমনকী আরও কিছু করার ইচ্ছেও প্রকাশ করেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
সি বিল্ডিংয়ের বাসিন্দারাও তাঁদের সঙ্গে যোগ দেন। পরে দার্জিলিং পৌরসভার সহ-সভাপতি প্রতিভা রাই নিজে এসে হাতে দস্তানা পরে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান, তাঁদের সঙ্গে একসঙ্গে আবর্জনা কুড়িয়ে ভরালেন ব্যাগ। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
সি বিল্ডিংয়ের বাসিন্দারাও তাঁদের সঙ্গে যোগ দেন। পরে দার্জিলিং পৌরসভার সহ-সভাপতি প্রতিভা রাই নিজে এসে হাতে দস্তানা পরে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান, তাঁদের সঙ্গে একসঙ্গে আবর্জনা কুড়িয়ে ভরালেন ব্যাগ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
এই প্লগিং-এর মূল মন্ত্র স্পষ্ট—আবর্জনা ফেলা সহজ, কিন্তু কুড়িয়ে নেওয়া কঠিন। আর এই কঠিন কাজটিই করতে শিখছে আজকের প্রজন্ম। বার্তা একটাই—প্রত্যেকেই নিজের বর্জ্যের দায়িত্ব নিক। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এই প্লগিং-এর মূল মন্ত্র স্পষ্ট—আবর্জনা ফেলা সহজ, কিন্তু কুড়িয়ে নেওয়া কঠিন। আর এই কঠিন কাজটিই করতে শিখছে আজকের প্রজন্ম। বার্তা একটাই—প্রত্যেকেই নিজের বর্জ্যের দায়িত্ব নিক।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
যা শুরু হয়েছিল এক বিষণ্ণ বর্ষার সকালে, শেষ পর্যন্ত তা রূপ নিল এক অনন্য অভিজ্ঞতায়—সেবা আর মায়ার দার্জিলিঙের জন্য। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
যা শুরু হয়েছিল এক বিষণ্ণ বর্ষার সকালে, শেষ পর্যন্ত তা রূপ নিল এক অনন্য অভিজ্ঞতায়—সেবা আর মায়ার দার্জিলিঙের জন্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement