NEET ছাড়াই মেডিক্যালে কেরিয়ার! এই ৬টি কোর্সের যেকোনও একটি করলেই মোটা টাকা উপার্জনের সুযোগ!

Last Updated:
Medical Career: ডাক্তারি পড়া হল না? তাও পেশা বাছতে পারেন মেডিক্যাল ফিল্ডেই। NEET ছাড়াও এই ৬ কোর্স করে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ভাল চাকরি ও মোটা মাইনের সুযোগ পেতে পারেন। জানুন বিস্তারিত।
1/9
Medical Courses After 12th Without NEET: আপনি কি মেডিক্যাল ফিল্ডে কেরিয়ার গড়তে চান কিন্তু NEET পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নিয়ে চিন্তিত? চিন্তা করার কিছু নেই। NEET ভারতের অন্যতম কঠিন পরীক্ষা। প্রতি বছর ২০ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসে থাকেন, কিন্তু খুব কম সংখ্যকই মেডিক্যাল কলেজে সুযোগ পান। অন্য উপায়েও থাকতে পারেন পছন্দের ক্ষেত্রে। বেছে নিতে পারেন পছন্দসই পেশাও। কী ভাবে? জানুন।
Medical Courses After 12th Without NEET: আপনি কি মেডিক্যাল ফিল্ডে কেরিয়ার গড়তে চান কিন্তু NEET পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নিয়ে চিন্তিত? চিন্তা করার কিছু নেই। NEET ভারতের অন্যতম কঠিন পরীক্ষা। প্রতি বছর ২০ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসে থাকেন, কিন্তু খুব কম সংখ্যকই মেডিক্যাল কলেজে সুযোগ পান। অন্য উপায়েও থাকতে পারেন পছন্দের ক্ষেত্রে। বেছে নিতে পারেন পছন্দসই পেশাও। কী ভাবে? জানুন।
advertisement
2/9
তবে ১২ পাশ করার পর এমন অনেক মেডিক্যাল কোর্স আছে যেখানে NEET-এর প্রয়োজন হয় না। এই কোর্সগুলি করেও আপনি স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ভাল চাকরি ও মোটা মাইনের সুযোগ পেতে পারেন। নিচে এমনই ৬টি কোর্সের কথা বলা হল:
তবে  দ্বাদশ শ্রেণি পাশ করার পর এমন অনেক মেডিক্যাল কোর্স আছে যেখানে NEET-এর প্রয়োজন হয় না। এই কোর্সগুলি করেও আপনি স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ভাল চাকরি ও মোটা মাইনের সুযোগ পেতে পারেন। নীচে এমনই ৬টি কোর্সের কথা বলা হল:
advertisement
3/9
1. বি.এসসি নার্সিং (B.Sc Nursing)নার্সরা হলেন চিকিৎসাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের কাজ হল ডাক্তারদের সহযোগিতা করা, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা, ওষুধ দেওয়া, অস্ত্রোপচারে সহায়তা করা ইত্যাদি। কাজের জায়গা: * হাসপাতাল * নার্সিং হোম * ক্লিনিক * পুনর্বাসন কেন্দ্র * কমিউনিটি হেলথ সেন্টার বেতন: প্রারম্ভিক বেতন ₹২.৫ লক্ষ থেকে ₹৬ লক্ষ প্রতি বছর। বিদেশে কাজের সুযোগেও আয় অনেক বেশি হতে পারে।
1. বি.এসসি নার্সিং (B.Sc Nursing)---  নার্সরা হলেন চিকিৎসাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের কাজ হল ডাক্তারদের সহযোগিতা করা, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা, ওষুধ দেওয়া, অস্ত্রোপচারে সহায়তা করা ইত্যাদি। কাজের জায়গা: * হাসপাতাল * নার্সিং হোম * ক্লিনিক * পুনর্বাসন কেন্দ্র * কমিউনিটি হেলথ সেন্টার বেতন: প্রারম্ভিক বেতন ₹২.৫ লক্ষ থেকে ₹৬ লক্ষ প্রতি বছর। বিদেশে কাজের সুযোগেও আয় অনেক বেশি হতে পারে।
advertisement
4/9
2. ব্যাচেলর অফ ফিজিওথেরাপি (BPT)ফিজিওথেরাপিস্টরা অস্ত্রোপচার ছাড়াই রোগীদের চিকিৎসা করে থাকেন। আঘাত বা চলাচলের সমস্যা থেকে রোগীকে সুস্থ করে তুলতে তাঁরা বিভিন্ন ব্যায়ামের পরিকল্পনা করে দেন। কাজের জায়গা: * স্কুল * হাসপাতাল * ক্রীড়া কেন্দ্র * ক্লিনিক * রিহ্যাব সেন্টার বেতন: প্রথমদিকে ₹৩ লক্ষ থেকে ₹৫ লক্ষ পর্যন্ত বাৎসরিক। অভিজ্ঞতা বাড়লে আয়ও বাড়ে।
2. ব্যাচেলর অফ ফিজিওথেরাপি (BPT)---  ফিজিওথেরাপিস্টরা অস্ত্রোপচার ছাড়াই রোগীদের চিকিৎসা করে থাকেন। আঘাত বা চলাচলের সমস্যা থেকে রোগীকে সুস্থ করে তুলতে তাঁরা বিভিন্ন ব্যায়ামের পরিকল্পনা করে দেন। কাজের জায়গা: * স্কুল * হাসপাতাল * ক্রীড়া কেন্দ্র * ক্লিনিক * রিহ্যাব সেন্টার বেতন: প্রথমদিকে ₹৩ লক্ষ থেকে ₹৫ লক্ষ পর্যন্ত বাৎসরিক। অভিজ্ঞতা বাড়লে আয়ও বাড়ে।
advertisement
5/9
3. ব্যাচেলর অফ ফার্মেসি (B.Pharm)ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সরবরাহ করা ও রোগীকে ওষুধের প্রভাব, ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে তথ্য দেওয়া ফার্মাসিস্টদের কাজ। কাজের জায়গা: * হাসপাতাল * ফার্মেসি * স্বাস্থ্যকেন্দ্র বেতন: শুরুতে ₹৪ লক্ষ থেকে ₹৬ লক্ষ প্রতি বছর। অভিজ্ঞতা ও বিশেষায়নের ভিত্তিতে বেতন আরও বাড়ে। 4. ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনোলজি (BMLT) এই পেশায় নিয়োজিতরা বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন রক্ত, মূত্র ও অন্যান্য বডি ফ্লুইড বিশ্লেষণ করে রোগ নির্ণয়ের জন্য রিপোর্ট তৈরি করেন। কাজের জায়গা: * হাসপাতাল * ক্লিনিক * ডায়াগনস্টিক ল্যাব * গবেষণাগার * ফার্মা কোম্পানি বেতন: শুরুতেই ₹৪.৫ লক্ষ থেকে ₹৬.৫ লক্ষ বাৎসরিক। অভিজ্ঞতায় বেতন বেড়ে ₹৯-১২ লক্ষ বা তার বেশি হতে পারে।
3. ব্যাচেলর অফ ফার্মেসি (B.Pharm)---  ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সরবরাহ করা ও রোগীকে ওষুধের প্রভাব, ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে তথ্য দেওয়া ফার্মাসিস্টদের কাজ। কাজের জায়গা: * হাসপাতাল * ফার্মেসি * স্বাস্থ্যকেন্দ্র বেতন: শুরুতে ₹৪ লক্ষ থেকে ₹৬ লক্ষ প্রতি বছর। অভিজ্ঞতা ও বিশেষায়নের ভিত্তিতে বেতন আরও বাড়ে।
advertisement
6/9
4. ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনোলজি (BMLT) এই পেশায় নিয়োজিতরা বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন রক্ত, মূত্র ও অন্যান্য বডি ফ্লুইড বিশ্লেষণ করে রোগ নির্ণয়ের জন্য রিপোর্ট তৈরি করেন। কাজের জায়গা: * হাসপাতাল * ক্লিনিক * ডায়াগনস্টিক ল্যাব * গবেষণাগার * ফার্মা কোম্পানি বেতন: শুরুতেই ₹৪.৫ লক্ষ থেকে ₹৬.৫ লক্ষ বাৎসরিক। অভিজ্ঞতায় বেতন বেড়ে ₹৯-১২ লক্ষ বা তার বেশি হতে পারে।
4. ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনোলজি (BMLT) এই পেশায় নিয়োজিতরা বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন রক্ত, মূত্র ও অন্যান্য বডি ফ্লুইড বিশ্লেষণ করে রোগ নির্ণয়ের জন্য রিপোর্ট তৈরি করেন। কাজের জায়গা: * হাসপাতাল * ক্লিনিক * ডায়াগনস্টিক ল্যাব * গবেষণাগার * ফার্মা কোম্পানি বেতন: শুরুতেই ₹৪.৫ লক্ষ থেকে ₹৬.৫ লক্ষ বাৎসরিক। অভিজ্ঞতায় বেতন বেড়ে ₹৯-১২ লক্ষ বা তার বেশি হতে পারে।
advertisement
7/9
5. সাইকোলজি (BA/B.Sc/M.Sc in Psychology)সাইকোলজিস্টরা ডিপ্রেশন, উদ্বেগ, বাইপোলার ডিজঅর্ডারের মতো মানসিক সমস্যা চিকিৎসা করেন। কাউন্সেলিং ও থেরাপির মাধ্যমে রোগীদের মানসিক অবস্থার উন্নতি ঘটান। কাজের জায়গা: * হাসপাতাল * ব্যক্তিগত চেম্বার * স্কুল ও কলেজ * কাউন্সেলিং সেন্টার * গবেষণা কেন্দ্র বেতন: ₹৫ লক্ষ থেকে ₹১৫ লক্ষ প্রতি বছর। অভিজ্ঞতা ও বিশেষায়নের সঙ্গে আয় বাড়ে।
5. সাইকোলজি (BA/B.Sc/M.Sc in Psychology) সাইকোলজিস্টরা ডিপ্রেশন, উদ্বেগ, বাইপোলার ডিজঅর্ডারের মতো মানসিক সমস্যা চিকিৎসা করেন। কাউন্সেলিং ও থেরাপির মাধ্যমে রোগীদের মানসিক অবস্থার উন্নতি ঘটান। কাজের জায়গা: * হাসপাতাল * ব্যক্তিগত চেম্বার * স্কুল ও কলেজ * কাউন্সেলিং সেন্টার * গবেষণা কেন্দ্র বেতন: ₹৫ লক্ষ থেকে ₹১৫ লক্ষ প্রতি বছর। অভিজ্ঞতা ও বিশেষায়নের সঙ্গে আয় বাড়ে।
advertisement
8/9
6. বি.এসসি বায়োটেকনোলজি (B.Sc Biotechnology)এই ক্ষেত্রটি জীববিজ্ঞান ও প্রযুক্তির সংমিশ্রণে তৈরি। স্বাস্থ্য, কৃষি, খাদ্য ও পরিবেশবিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের সুযোগ রয়েছে। কাজের জায়গা: * ফার্মা কোম্পানি * হেলথ কেয়ার সংস্থা * কৃষি সংস্থা * খাদ্যশিল্প * গবেষণা কেন্দ্র বেতন: শুরুর বেতন ₹৪.৫ লক্ষ থেকে ₹৭ লক্ষ প্রতি বছর। অভিজ্ঞতা বাড়লে ₹৯-১৫ লক্ষ পর্যন্ত হতে পারে।
6. বি.এসসি বায়োটেকনোলজি (B.Sc Biotechnology) এই ক্ষেত্রটি জীববিজ্ঞান ও প্রযুক্তির সংমিশ্রণে তৈরি। স্বাস্থ্য, কৃষি, খাদ্য ও পরিবেশবিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের সুযোগ রয়েছে। কাজের জায়গা: * ফার্মা কোম্পানি * হেলথ কেয়ার সংস্থা * কৃষি সংস্থা * খাদ্যশিল্প * গবেষণা কেন্দ্র বেতন: শুরুর বেতন ₹৪.৫ লক্ষ থেকে ₹৭ লক্ষ প্রতি বছর। অভিজ্ঞতা বাড়লে ₹৯-১৫ লক্ষ পর্যন্ত হতে পারে।
advertisement
9/9
অর্থাৎ, NEET-এ না হলেও মেডিক্যাল ফিল্ডে উজ্জ্বল কেরিয়ারের দরজা খোলা রয়েছে। নিজের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী সঠিক কোর্স বেছে নিন, এবং নিশ্চিত করুন একটি সফল ভবিষ্যৎ।
অর্থাৎ, NEET-এ না হলেও মেডিক্যাল ফিল্ডে উজ্জ্বল কেরিয়ারের দরজা খোলা রয়েছে। নিজের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী সঠিক কোর্স বেছে নিন, এবং নিশ্চিত করুন একটি সফল ভবিষ্যৎ।
advertisement
advertisement
advertisement