1/ 4


বিমা করাবে, এই বাহানায় বিমা সংস্থার মহিলা এজেন্টকে বাড়িতে ডেকে পাঠিয়ে চলে নির্মম শারীরিক অত্যচার ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত বিমা এজেন্টকে জানায় যে সে ও তার কয়েকজন বন্ধু বিমা করাবে ৷ এই বলে তাকে বাড়িতে ডেকে পাঠায় ৷
2/ 4


এরপর মহিলা এজেন্ট তাদের বাড়িতে পৌঁছতেই তার সঙ্গে অশালীন ব্যবহার শুরু করেন তারা ৷ মহিলাকে তাতে আপত্তি জানাতেই পাঁচ অভিযুক্ত তাকে গণধর্ষণ করে ৷ একে একে তার উপর নির্মম অত্যাচার চালায় ৷ এমনকি এই বিষয়ে অন্য কাউকে যাতে কিছু না জানায় সেই বিষয়ে তাকে হুমকিও দেওয়া হয় ৷
3/ 4


রবিবার ঘটনাটি ঘটলে সেইদিন ভয়ে থানায় কিছু জানায়নি নির্যাতিতা ৷ পরে অবশ্য সাহস করে সোমবার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ৷