'সেক্সে' না স্ত্রীয়ের, রাগে নিজের পুরুষাঙ্গ কাটলেন যুবক!

Last Updated:
1/5
যৌন মিলনে আগ্রহ দেখাননি স্ত্রী৷ অনেকদিন পর বাড়ি ফিরেও স্ত্রীর সঙ্গে সঙ্গম না করতে পেরে রীতিমত ক্ষিপ্ত হয়ে নিজের পুরুষাঙ্গ কাটলেন যুবক! এছাড়াও...Representative Image
যৌন মিলনে আগ্রহ দেখাননি স্ত্রী৷ অনেকদিন পর বাড়ি ফিরেও স্ত্রীর সঙ্গে সঙ্গম না করতে পেরে রীতিমত ক্ষিপ্ত হয়ে নিজের পুরুষাঙ্গ কাটলেন যুবক! এছাড়াও...Representative Image
advertisement
2/5
শুধু নিজের ক্ষতি নয়, স্ত্রীকেও খুন করেছেন তিনি৷ স্ত্রীর গলা টিপে খুন করেন এই যুবক৷ এবং এর কারণ শুধুমাত্র যৌনমিলনে স্ত্রীর না বলা৷ এতেই ভীষণভাবে রেগে যান যুবক এবং স্ত্রীকে প্রাণেই মেরে ফেলেন তিনি৷ Representative Image
শুধু নিজের ক্ষতি নয়, স্ত্রীকেও খুন করেছেন তিনি৷ স্ত্রীর গলা টিপে খুন করেন এই যুবক৷ এবং এর কারণ শুধুমাত্র যৌনমিলনে স্ত্রীর না বলা৷ এতেই ভীষণভাবে রেগে যান যুবক এবং স্ত্রীকে প্রাণেই মেরে ফেলেন তিনি৷ Representative Image
advertisement
3/5
 ঘটনা মহারাষ্ট্রের পোখার গ্রামের সিদ্ধার্থনগরের৷ যুবকের নাম হাসান৷ কর্মসূত্রে তিনি থাকেন গুজরাতের সুরাতে৷ ১ বছর আগে বিয়ে হয় হাসানের৷ স্ত্রীর বয়স ছিল মাত্র ২০ বছর৷ Representative Image
ঘটনা মহারাষ্ট্রের পোখার গ্রামের সিদ্ধার্থনগরের৷ যুবকের নাম হাসান৷ কর্মসূত্রে তিনি থাকেন গুজরাতের সুরাতে৷ ১ বছর আগে বিয়ে হয় হাসানের৷ স্ত্রীর বয়স ছিল মাত্র ২০ বছর৷ Representative Image
advertisement
4/5
প্রতিবেশীরা জানিয়েছেন যে ঘটনার পরদিন সকালে হাসানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা৷ পাশেই পড়েছিল স্ত্রীর নিথর দেহ৷ দেখা মাত্রই হাসানকে হাসপাতালে নিয়ে যান তারা৷ এই মুহূর্তে গোরখপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন৷ স্ত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ Representative Image
প্রতিবেশীরা জানিয়েছেন যে ঘটনার পরদিন সকালে হাসানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা৷ পাশেই পড়েছিল স্ত্রীর নিথর দেহ৷ দেখা মাত্রই হাসানকে হাসপাতালে নিয়ে যান তারা৷ এই মুহূর্তে গোরখপুরের বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন৷ স্ত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ Representative Image
advertisement
5/5
 হাসানের শ্বশুরবাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের মেয়ের ওপর অত্যাচার চালানো হত৷ পণের জন্য নিয়মিত মারধরও করা হত৷ তাই যৌনমিলনে না করার ত্বত্ত্ব তারা মানতে নারাজ৷ Representative Image
হাসানের শ্বশুরবাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের মেয়ের ওপর অত্যাচার চালানো হত৷ পণের জন্য নিয়মিত মারধরও করা হত৷ তাই যৌনমিলনে না করার ত্বত্ত্ব তারা মানতে নারাজ৷ Representative Image
advertisement
advertisement
advertisement