*পুলিশ জানিয়েছে, দলপত নামে ওই অভিযুক্তের ছবি শুধুমাত্র থানায় নয়, স্থানীয় এলাকাতেও প্রকাশ করা হয়েছে। যে ওই ব্যক্তির সন্ধান দিতে পারবে, তাঁর হাতে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হবে। সর্বভারতীয় একটি ইংরাজি দৈনিকের রিপোর্ট অনুযায়ী, স্থানীয় থানার তরফে জানান হয়েছে, সোমবার দলপতকে স্থানীয় আমরোহা গ্রামের বাইরে দেশিমদ বেচতে দেখতে পান গ্রামবাসীরা। কিন্তু তারপর ফের পালিয়ে যায় সে। প্রতীকী ছবি।
*প্রসঙ্গত, ৬ অগাস্ট পড়ন্ত বিকেলে শিশুটি তার বাড়ির সামনে খেলছিল। সেই সময় ৬ বছরের মেয়েটিকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে যায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। দীর্ঘক্ষণ মেয়েকে খুঁজে না পেয়ে পরবার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। এরপর রাতভর তল্লাশির পর গ্রাম সংলগ্নও একটি মাঠ থেকে তাঁকে রক্তাক্ত অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ এবং গ্রামবাসীরা। প্রতীকী ছবি।
*এখানেই নৃশংসতার শেষ হয়নি। ধর্ষক তার লালসা মেটাতে একরত্তি ওই শিশুর যৌনাঙ্গ ছিন্নভিন্ন করে দেয়। গ্রামবাসীরা জানিয়েছেন, শুক্রবার রাতভর তল্লাশির পর শনিবার ৭ অগাস্ট ভোরে যখন ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটিকে স্থানীয় মাঠ থেকে উদ্ধার করা হয়, তখন তার জ্ঞান ছিল না। রক্তে ভেসে যাচ্ছিল শরীর। প্রতীকী ছবি।