একের পর এক মেয়েকে ধর্ষণ করে খুন, বলিউড ছবিকেও হার মানবে এই সিরিয়াল কিলারের ভয়াবহতা
- Published by:Debalina Datta
Last Updated:
হলিউড -বলিউড ছবিকেও হারিয়ে দেবে সত্যি এই ভয়ঙ্কর হত্যাকারীর ঘটনা
লাল রঙ নাকি শুভ। তার ক্ষেত্রে পয়মন্ত। হাত দেখে বলেছিল জ্যোতিষ। তাই খুন করতে গিয়ে লাল হেলমেট ফেলে এলেও আবার কিনে নিয়ে মাথায় চড়িয়েছিল লাল হেলমেট। সেই লাল হেলমেটই ধরিয়ে দিয়েছিল সিরিয়াল কিলার কামরুজ্জামানকে। গত কয়েক বছরে বহু মহিলাকে সে খুন করে বিকৃত কামনা চরিতার্থ করতো বলে অভিযোগ। কালনার সিঙ্গের কোনে এক নাবালিকাকে খুন ধর্ষণের মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার তার সাজা ঘোষনা হবে।Photo- Representative
advertisement
লাল কালো বাইক,লাল হেলমেট বাইকের সাইডে লাগানো লাইলন ব্যাগের ছবি দেখেই আততায়ীকে চিহ্নিত করে পুলিশ।কালনার উপলতি গ্রামে মহিলাকে খুন করতে না পেরে তড়িঘড়ি পালানোর সময় ফেলে গিয়েছিল লাল হেলমেট ও চেন।আবার মেমারির পাহাড়হাটিতে খুন করতে এসে ফেলে যায় রড, চেন ও নাইলনের ব্যাগ। পান্ডুয়া বলাগড়েও হামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।Photo- Representative
advertisement
পান্ডুয়া ও বলাগড়ের ক্ষেত্রে ঘটনার আগে পরের সি সি টিভির ফুটেজে মেলে লাল হেলমেটের লাল কালো মোটরবাইক। মেমারির পাহাড়হাটিতে একটি বাড়িতে খুন করার উদ্দেশ্য ঢোকার পর এক মহিলার চিৎকারে বাইক নিয়ে পালানোর সময় এক ব্যক্তি তাকে ধাওয়া করেছিল। সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বাইকটি রঙ,কোম্পানির নাম সম্বন্ধে নিশ্চিত হয় তদন্তকারীরা।Photo- Representative
advertisement
অন্যদিকে একের পর এক খুন, হামলার ঘটনা ঘটলেও অপরাধীর মুখের কোনো ছবি না থাকায় একপ্রকার নাজেহাল অবস্থা হয় পুলিশের। সিরিয়াল কিলারকে ধরতে সিট গঠন করে জেলা পুলিশ। আঞ্চলিক পরিবহন দফতর থেকে চাওয়া হয় লাল কালো বাইকের নাম্বার ও মালিকের নাম। এক একটি নাম ধরে সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে মালিকের গতি প্রকৃতি জানার চেষ্টা শুরু হয়।Photo- Representative
advertisement
বিদ্যুত দফতরের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন বাড়িতে ঢুকতো এই চেন ম্যান। বিদ্যুৎ দফতরের কাছ থেকেও গত পাঁচ বছর মিটার রিডিং নিতে যাওয়া ব্যক্তিদের ডিটেলস নেওয়া হয়।বিভিন্ন সংশোধনাগার থেকে ছাড়া পাওয়া মহিলা খুনে অভিযুক্তদের সম্বন্ধে তথ্য নেওয়া হয়।প্রত্যেক সিভিক ভলান্টিয়ারের কাছে দেওয়া হয় সন্দেহভাজনের বাইক ও হেলমেটে ঢাকা মুখের ছবি।Photo- Representative
advertisement
শুরু হয় নাকা চেকিং।নির্দিষ্ট কোম্পানির লাল কালো বাইক নাকা চেকিং পেরোলেই চালানো হতো নজরদারি। বুলবুলিতলা ফাঁড়ির কাখুঁরিয়ায়এই নাকা চেকিং চালানোর লাল কালো বাইক,লাল হেলমেট এবং নাইলন ব্যাগ দেখে এক সিভিক ভলেন্টিয়ারের সন্দেহ হয়। সিসিটিভি ফুটেজের সঙ্গে জামা,প্যান্ট ও বাইকে আটকানো নাইলন ব্যাগ মিলে যাওয়ায় সন্দেহ বাড়ায় সিভিক ভলান্টিয়ারের। আটক করা হয় সন্দেহভাজনকে।থানায় জেরা করতেই সে একের পর এক খুনের ঘটনার কথা স্বীকার করেছিল বলে দাবি পুলিশের। Photo- Representative Input- Saradindu Ghosh