• সম্প্রতি একটি ঘটনা সামনে এসেছে। নর্থ ক্যারোলিনার বাসিন্দা অ্যান্থনি নিইলিকে খুব স্বাভাবিক প্রতিবেশি বলেই চিনতেন সকলে। আচরণে কোনও অস্বাভাবিকত্ব বা হিংস্র প্রবৃত্তি ধরা পড়েনি। কিন্তু সাম্প্রতিক ঘটনায় সেই ভ্রান্তি কেটেছে প্রতিবেশীদের। কারণ, বেশ কয়েকবছর ধরে এক নাবালিকাকে সেক্স স্লেভ হিসেবে বাড়িতে বন্দী করে রেখেছিল সে।