‘‌সেক্স স্লেভ’‌ হিসেবে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ!‌ জঘন্য অত্যাচারের কথা জানাল মেয়ে

Last Updated:
সম্প্রতি বাংলাদেশ একটি জঘন্য ধর্ষণের কাণ্ডে নাড়াচাড়া পড়ে গিয়েছে। কিন্তু পৃথিবী জুড়েই এই ধরনের নারীর উপর অত্যাচারের ঘটনা নতুন নয়।
1/5
• সম্প্রতি একটি ঘটনা সামনে এসেছে। নর্থ ক্যারোলিনার বাসিন্দা অ্যান্থনি নিইলিকে খুব স্বাভাবিক প্রতিবেশি বলেই চিনতেন সকলে। আচরণে কোনও অস্বাভাবিকত্ব বা হিংস্র প্রবৃত্তি ধরা পড়েনি। কিন্তু সাম্প্রতিক ঘটনায় সেই ভ্রান্তি কেটেছে প্রতিবেশীদের। কারণ, বেশ কয়েকবছর ধরে এক নাবালিকাকে সেক্স স্লেভ হিসেবে বাড়িতে বন্দী করে রেখেছিল সে।
• সম্প্রতি একটি ঘটনা সামনে এসেছে। নর্থ ক্যারোলিনার বাসিন্দা অ্যান্থনি নিইলিকে খুব স্বাভাবিক প্রতিবেশি বলেই চিনতেন সকলে। আচরণে কোনও অস্বাভাবিকত্ব বা হিংস্র প্রবৃত্তি ধরা পড়েনি। কিন্তু সাম্প্রতিক ঘটনায় সেই ভ্রান্তি কেটেছে প্রতিবেশীদের। কারণ, বেশ কয়েকবছর ধরে এক নাবালিকাকে সেক্স স্লেভ হিসেবে বাড়িতে বন্দী করে রেখেছিল সে।
2/5
 • সম্প্রতি একটি স্কুলের শিক্ষিকার কাছে সেই মেয়েটি পুরো ঘটনার কথা বলে। তাতেই আসল সত্যটা বেরিয়ে আসে। এতদিন ধরে সে নিজে থেকে সত্যি বলতে ভয় পাচ্ছিল। তারপর এতদিন পর সে সব অভিযোগ স্পষ্ট করে জানিয়েছে।
• সম্প্রতি একটি স্কুলের শিক্ষিকার কাছে সেই মেয়েটি পুরো ঘটনার কথা বলে। তাতেই আসল সত্যটা বেরিয়ে আসে। এতদিন ধরে সে নিজে থেকে সত্যি বলতে ভয় পাচ্ছিল। তারপর এতদিন পর সে সব অভিযোগ স্পষ্ট করে জানিয়েছে।
3/5
• প্রতিবেশীরা জানিয়েছেন, অ্যান্থনি এতটাই স্বাভাবিক ও মিশুকে ছিল যে তাঁকে দেখে বোঝার উপায় ছিল না যে সে এমন জঘন্য অপরাধ করে চলেছে। সে পাড়ার সবাইকে নানা কাজে সাহায্য করত। মাঝে মাঝেই আক্রান্ত নাবালিকার সঙ্গে অ্যান্থনিকে বাইরেও দেখা গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
• প্রতিবেশীরা জানিয়েছেন, অ্যান্থনি এতটাই স্বাভাবিক ও মিশুকে ছিল যে তাঁকে দেখে বোঝার উপায় ছিল না যে সে এমন জঘন্য অপরাধ করে চলেছে। সে পাড়ার সবাইকে নানা কাজে সাহায্য করত। মাঝে মাঝেই আক্রান্ত নাবালিকার সঙ্গে অ্যান্থনিকে বাইরেও দেখা গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
4/5
• তবে একাধিক অভিযোগ রয়েছে অ্যান্থনির বিরুদ্ধে, শিশু ধর্ষণ, শিশু হিংসা, পাচার সহ একাধিক অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে অ্যান্থনির বিরুদ্ধে। স্লিপি কিং মাউন্টেনের কাছেই এই বাড়ির আশেপাশে যাঁরা থাকেন, তাঁরা এই খবর পাওয়ার পর থেকে অবাক হয়ে গিয়েছেন।
• তবে একাধিক অভিযোগ রয়েছে অ্যান্থনির বিরুদ্ধে, শিশু ধর্ষণ, শিশু হিংসা, পাচার সহ একাধিক অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে অ্যান্থনির বিরুদ্ধে। স্লিপি কিং মাউন্টেনের কাছেই এই বাড়ির আশেপাশে যাঁরা থাকেন, তাঁরা এই খবর পাওয়ার পর থেকে অবাক হয়ে গিয়েছেন।
5/5
 • শিশুর নির্যাতনের ঘটনা নতুন নয়। তবে পুলিশ বলছে অ্যান্থনি কেবল একজন শিশু ধর্ষকের মগজ নিয়ে চলছে এমন নয়। তার মধ্যে রয়েছে ভয়ঙ্কর নিষ্ঠুর এক অপরাধীর মগজ। ঠাণ্ডা মাথায় যে অপরাধ করতে পারে।
• শিশুর নির্যাতনের ঘটনা নতুন নয়। তবে পুলিশ বলছে অ্যান্থনি কেবল একজন শিশু ধর্ষকের মগজ নিয়ে চলছে এমন নয়। তার মধ্যে রয়েছে ভয়ঙ্কর নিষ্ঠুর এক অপরাধীর মগজ। ঠাণ্ডা মাথায় যে অপরাধ করতে পারে।