প্রেম করেছিল, শাস্তিস্বরূপ মেয়েকে মেরে ফেললেন বাবা, ফের Honour Killing !

Last Updated:
1/5
পারিবারিক সম্মান রক্ষার্থে খুন, ভয়ানক এই কারণ দর্শানো৷ তাো কোনোভাবেই রোধ করা যাচ্ছে না এই Honour Killing -র ঘটনা ৷  এবার মেয়ের বাবা মেয়েকেই মেরে ফেললেন ৷
পারিবারিক সম্মান রক্ষার্থে খুন, ভয়ানক এই কারণ দর্শানো৷ তাো কোনোভাবেই রোধ করা যাচ্ছে না এই Honour Killing -র ঘটনা ৷ এবার মেয়ের বাবা মেয়েকেই মেরে ফেললেন ৷
advertisement
2/5
অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ঘটনা ৷ ২০ বছরের মেয়ের অপরাধ ছিল সে সহপাঠীর সঙ্গে প্রেম করত ৷
অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ঘটনা ৷ ২০ বছরের মেয়ের অপরাধ ছিল সে সহপাঠীর সঙ্গে প্রেম করত ৷
advertisement
3/5
ভেঙ্কা রেড্ডি নিজের মেয়ে বৈষ্ণবীর এই প্রেম একেবারেই ভালো চোখে নেননি ৷ এই নিয়ে কথা কাটাকাটিও হয় দু‘জনের মধ্যে ৷ সেখান থেকেই পরিস্থিতি এত আয়ত্তের বাইরে যায় মেয়কে গলা টিপে মেরে ফেলেন বাবা ৷
ভেঙ্কা রেড্ডি নিজের মেয়ে বৈষ্ণবীর এই প্রেম একেবারেই ভালো চোখে নেননি ৷ এই নিয়ে কথা কাটাকাটিও হয় দু‘জনের মধ্যে ৷ সেখান থেকেই পরিস্থিতি এত আয়ত্তের বাইরে যায় মেয়কে গলা টিপে মেরে ফেলেন বাবা ৷
advertisement
4/5
সিনিয়র পুলিশ অফিসার শ্রীনিবাস রাও জানিয়েছেন , মেয়েটির বাবা সন্দেহ করেছিলেন তাঁর মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে পারে ৷ আর সেই সন্দেহেই মেয়েকে গলা টিপে মেরে ফেলেন তিনি ৷ যদিও পুলিশের দাবি না এই প্রেমিক-প্রেমিকা পালানোর কথা ভেবেছিলেন না বিয়ে করার কথা ৷
সিনিয়র পুলিশ অফিসার শ্রীনিবাস রাও জানিয়েছেন , মেয়েটির বাবা সন্দেহ করেছিলেন তাঁর মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে পারে ৷ আর সেই সন্দেহেই মেয়েকে গলা টিপে মেরে ফেলেন তিনি ৷ যদিও পুলিশের দাবি না এই প্রেমিক-প্রেমিকা পালানোর কথা ভেবেছিলেন না বিয়ে করার কথা ৷
advertisement
5/5
Honour Killing -র ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে  পুলি্শ ৷
Honour Killing -র ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলি্শ ৷
advertisement
advertisement
advertisement