দম্পতিকে অপহরণ করে লুট করার পর মহিলাকে ১১ জন মিলে রেপ করল

Last Updated:
1/6
শনিবার দিন ফের মর্মান্তিক ঘটনা ৷ এবার ঘটনাস্থল লুধিয়ানায় ৷ দম্পতিকে অপহরণ করে লুঠাপট চালায় দুষ্কৃতীরা ৷ Photo - Representive
শনিবার দিন ফের মর্মান্তিক ঘটনা ৷ এবার ঘটনাস্থল লুধিয়ানায় ৷ দম্পতিকে অপহরণ করে লুঠাপট চালায় দুষ্কৃতীরা ৷ Photo - Representive
advertisement
2/6
দম্পতি গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিলেন তখন হঠাৎ করেই তাঁদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ছিল ৷ পাঁচজন মিলে এতটাই ঢিল ছোড়ে যে দম্পতি গাড়ি আটকাতে বাধ্য হন ৷ তাঁদের অপহরণ করে একটি ফার্ম হাউসে নিয়ে যাওয়া হয় ৷
দম্পতি গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিলেন তখন হঠাৎ করেই তাঁদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ছিল ৷ পাঁচজন মিলে এতটাই ঢিল ছোড়ে যে দম্পতি গাড়ি আটকাতে বাধ্য হন ৷ তাঁদের অপহরণ করে একটি ফার্ম হাউসে নিয়ে যাওয়া হয় ৷
advertisement
3/6
পুরুষটিকে প্রচুর মারা হয় তারপর তাঁকে ২ লক্ষ টাকা নিয়ে আসতে বলা হয় ৷ তিনি নিজের বন্ধুকে ফোন করেন সেই টাকা নিয়ে আসতে বলেন ৷ এরপর তিনি সেখান থেকে বেরিয়ে পুলিশ স্টেশনে গিয়ে বিষয়টির অভিযোগ জানান ৷ সেখানে তাঁর অভিযোগ নেওয়া হচ্ছিল না ৷ Photo - Representive
পুরুষটিকে প্রচুর মারা হয় তারপর তাঁকে ২ লক্ষ টাকা নিয়ে আসতে বলা হয় ৷ তিনি নিজের বন্ধুকে ফোন করেন সেই টাকা নিয়ে আসতে বলেন ৷ এরপর তিনি সেখান থেকে বেরিয়ে পুলিশ স্টেশনে গিয়ে বিষয়টির অভিযোগ জানান ৷ সেখানে তাঁর অভিযোগ নেওয়া হচ্ছিল না ৷ Photo - Representive
advertisement
4/6
এদিকে পুরুষটি টাকা যোগাড় করতে বেরিয়ে যাওয়ার পর যে পাঁচ জন সেখানে ছিলেন তাঁরা আবার আরও সাতজনকে ডেকে আনেন ৷ তাঁরা সকলে মিলে সেই মহিলাটিকে ধর্ষণ করা শুরু করেন একে একে ৷ Photo - Representive
এদিকে পুরুষটি টাকা যোগাড় করতে বেরিয়ে যাওয়ার পর যে পাঁচ জন সেখানে ছিলেন তাঁরা আবার আরও সাতজনকে ডেকে আনেন ৷ তাঁরা সকলে মিলে সেই মহিলাটিকে ধর্ষণ করা শুরু করেন একে একে ৷ Photo - Representive
advertisement
5/6
এই ঘটনার পর যখন ওই দম্পতি অভিযোগ জানান তখন সেটা নেওয়া হয় ৷ সমস্ত অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷Photo - Representive
এই ঘটনার পর যখন ওই দম্পতি অভিযোগ জানান তখন সেটা নেওয়া হয় ৷ সমস্ত অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷Photo - Representive
advertisement
6/6
যে পুলিশ আগে অভিযোগ নেননি তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন দম্পতি ৷ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করার চেষ্টা করছে পুলিশ ৷ Photo - Representive
যে পুলিশ আগে অভিযোগ নেননি তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন দম্পতি ৷ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করার চেষ্টা করছে পুলিশ ৷ Photo - Representive
advertisement
advertisement
advertisement