‘বাড়ির মেয়েদের সঠিক সংস্কার দিক পরিবার’ হাতরস কাণ্ডের পর মন্তব্য বিজেপি বিধায়কের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি.ফের একবার বিস্ফোরক তাঁর মন্তব্য৷
নিজের বিতর্কিত বয়ানের জন্য বারবার শিরোনামে আসেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং৷ এবার হাতরস কাণ্ডের আবার এক আজব মন্তব্য করেছেন তিনি৷ সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া বয়ানে তিনি বলেছেন, ‘না শাসন করে. না তলোয়ার চালিয়ে শুধুমাত্র মেয়েদের সঠিক সংস্কারেই এই ধরণের ঘটনা আটকানো সম্ভব৷ ’ তিনি এখানেই থামেননি জানিয়েছেন, ‘সমস্ত পরিবারের উচিত নিজের বাড়ির মেয়েদের ভালো সংস্কার দিয়ে বড় করা৷ শুধু সরকার ও ভালো সংস্কারের সাহায্যেই দেশের উন্নতি করা সম্ভব৷ ’ Photo- Representative
advertisement
advertisement
ইতিমধ্যেই SIT পীড়িতার বাবা-র বয়ান নথিভুক্ত করতে পারেনি৷ শনিবার সন্ধ্যাবেলায় পীড়িতার পরিবারের বয়ান নথিভুক্ত করার জন্য সিট হাতরসে পৌঁছয়৷ কিন্তু নির্যাতিতার বাবা-র স্বাস্থ্য একেবারে ঠিক নেই৷ এই অবস্থায় দীর্ঘ সময় ধরে তাঁর পক্ষে বসে বসে এই ধরণের জবানবন্দি দায়ের করা সম্ভব নয়৷ সিটের পক্ষ থেকে জানানো হয়েছে ওঁনার শরীর ঠিক হলে ফের তাঁর কাছে যাওয়া হবে৷ তাঁরা জানিয়েছেন পরিবারের অন্য কেউ যদি এই বিষয়ে কিছু জানাতে চান তাঁরাও জানাতে পারেন৷Photo- Representattive
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য গত ১৪ সেপ্টেম্বর গ্রামের ১৯ বছরের দলিত তরুণীর সঙ্গে গ্যাংরেপের ঘটনা ঘটে৷ এই ঘটনার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে ছিল৷ ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ জেলে পাঠিয়ে দিয়েছে৷ নির্যাতিতা দিল্লির সফদরজং হাসপাতালে লড়াই শেষে মারা যান৷ হাসপাতালের মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে মেয়েটির সঙ্গে গ্যাংরেপ হয়নি৷Photo- Representattive
advertisement
এদিকে মৃতদেহ গ্রামে ফিরে আসার পরেই গ্রামে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পুলিশ পরিবারের সদস্যদেরও নির্যাতিতার মৃতদেহ দেখতে দিতে অস্বীকার করে৷ এরপরেই তাঁরা অ্যাম্বুলেন্সের সামনেই শুয়ে পড়ে বিক্ষোভ দেখান৷ এরপর রাতের অন্ধকারে প্রায় ২.৪০ নাগাদ পুলিশ নির্যাতিতার মৃতদেহ সৎকার করে দেয়৷ পরিবারের কাউকে সেখানে থাকতে দেওয়া হয়নি, ঢুকতে দেওয়া হয়নি সংবাদমাধ্যমকেও৷ Photo- Representattive