কিডন্যাপ- রেলওয়ে স্টেশনের ধারেই হল গনধর্ষণ, রক্তাপ্লুত অবস্থায় উদ্ধার ৭ বছরের শিশু

Last Updated:
1/4
আবার লাঞ্ছিত হল মানবতা ৷ ফের শিশু কন্যাকে গনধর্ষণের ঘটনা ৷ ঘটনাটি ঘটেছে রোহতকে ৷
আবার লাঞ্ছিত হল মানবতা ৷ ফের শিশু কন্যাকে গনধর্ষণের ঘটনা ৷ ঘটনাটি ঘটেছে রোহতকে ৷
advertisement
2/4
হরিয়ানায় বৃহস্পতিবার  ঘটেছে এই ঘটনা ৷ ৭ বছরের শিশু কন্যাটি রেলওয়েস্টেশনে কুড়ানির কাজ করে ৷ সেখানেই ৩ ব্যক্তি তাঁকে প্রথমে তুলে নিয়ে যায়.৷ তারপর হয় গনধর্ষণ ৷
হরিয়ানায় বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা ৷ ৭ বছরের শিশু কন্যাটি রেলওয়েস্টেশনে কুড়ানির কাজ করে ৷ সেখানেই ৩ ব্যক্তি তাঁকে প্রথমে তুলে নিয়ে যায়.৷ তারপর হয় গনধর্ষণ ৷
advertisement
3/4
মেয়েটি নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তাঁর খোজ শুরু হয় ৷ সে সময় এক ব্যক্তি তাঁকে রেলওয়ে স্টেশনের কাছ থেকে উদ্ধার করে ৷ তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিপন্মুক্ত ঘোষণা করা হয়েছে ৷
মেয়েটি নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তাঁর খোজ শুরু হয় ৷ সে সময় এক ব্যক্তি তাঁকে রেলওয়ে স্টেশনের কাছ থেকে উদ্ধার করে ৷ তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিপন্মুক্ত ঘোষণা করা হয়েছে ৷
advertisement
4/4
প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হলেও দু‘জন আরও পলাতক ৷ অভিযুক্তদের প্রত্যকেরই বয়স ২৫ থেকে ২৮ -র মধ্যে ৷ তাঁদের বিরুদ্ধে আইপিসি  376-D ধারায় গনধর্ষণের মামলা দায়ের করা হয়েছে ৷
প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হলেও দু‘জন আরও পলাতক ৷ অভিযুক্তদের প্রত্যকেরই বয়স ২৫ থেকে ২৮ -র মধ্যে ৷ তাঁদের বিরুদ্ধে আইপিসি 376-D ধারায় গনধর্ষণের মামলা দায়ের করা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement