স্কুলেই ৬ বছরের শিশুকন্যাকে রেপ, বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা, নৃশংসতার চরম দলিল
Last Updated:
মানবতার মৃত্যু
কোনও শব্দই আর মানুষের নারকীয়তা বর্ণনা দেওয়ার জন্য যথেষ্ট নয় ৷ নারী নির্যাতন থেকে শিশু নির্যাতন দিনের পর নৃশংসতার পরিমাণ হয়ে উঠছে লাগামছাড়া ৷ হায়দরাবাদের নৃশংস গণধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা দেশ তখনও একের পর এক এই ধরণের ঘটনা ঘটে যাচ্ছে ৷ উত্তরপ্রদেশের আলিগড় পুলিশ থানায় এমনই নৃসংস এই রেপ কেস নথিভুক্ত হয়েছে ৷ Photo- News 18 Creative
advertisement
নগ্ন শারীরিক লালসার শিকার হল এক ছ'বছরের শিশু কন্যা ৷ গত শনিবার সে স্কুলে গিয়েছিল সেদিন সেখানে এক অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠান দেখতে সরকারি স্কুলে ভিড় জমিয়েছিলেন গ্রামের মানুষও ৷ অনুষ্ঠান শেষে তাঁরা ফিরে যান৷ কিন্তু বেলা ৩ টে বেজে গেলেও মেয়ে ঘরে ফেরেনি দেখে খোঁজাখুজি শুরু করে শিশু কন্যার পরিবার ৷ Photo- News 18 Creative
advertisement
advertisement
advertisement