চোখে বড় স্বপ্ন! কিন্তু অবসরপ্রাপ্ত জওয়ানের লালসার শিকার ২৭-র যুবতী, ধর্ষণ করে ব্ল্যাকমেল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ওই যুবতীকে মাদক খাইয়ে ধর্ষণ করে বলে অভিযোগ৷ এরপর যুবতীকে লাগাতার তার অশ্লীল ছবি পাঠিয়ে শুরু হয় ব্ল্যাকমেল৷
advertisement
advertisement
advertisement
•এরপর যুবতীর কাছে কিছু টাকা চান জাওয়ান৷ তার জন্য দেখা করতে অনুরোধ করেন তিনি৷ সেক্টর ১৭ বাস স্ট্যান্ডের কাছে ডাকেন তিনি৷ সেখান থেকে হোটেলে গিয়ে টাকা নিতে চান সেনা জাওয়ান৷ সেখানে দিয়ে যুবতীকে সরবত খেতে অনুরোধ করেন তিনি৷ যাতে মাদক মেশানো ছিল৷ যা পান করেই বেহুশ হয়ে যায় যুবতী৷ তখনই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ ধর্ষণ করে তোলা হয় মহিলার ছবিও৷
advertisement
advertisement
•যুবতীর অভিযোগ ২০১৮র ঘটনার পর থেকে শুধু সরবজিত নয়, তার বন্ধুও হোটেলে বারবার ডেকে নিয়ে ধর্ষণ করা হয় যুবতীকে৷ শেষ পর্যন্ত অভিযুক্তের পাঠানো অশ্লীল ছবিতে বিয়ে ভেঙে যায় ওই মহিলার৷ তারপর তিনি আর মুখ বন্ধ রাখতে পারেনি৷ অভিযোগ দায়ের করেন তিনি এবং শেষ পর্যন্ত গ্রেফতার হয় অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা জাওয়ান৷