West Bengal Covid Restriction : নয়া বিধিনিষেধে আজ থেকে দোকান-রেস্তোরাঁয় নয়া নিয়ম রাজ্যে! বাড়ছে ব্যাঙ্কের সময়...

Last Updated:
বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার। একাধিক ক্ষেত্রে দেওয়া হয়েছে নয়া নিয়ম। দোকান, রেস্তোরাঁ, শপিং মল (Restaurant And Shopping Mall) খুলে রাখার সময়সীমা বাড়ানো হচ্ছে।
1/6
রাজ্যে নয়া করোনাভাইরাস বিধি কার্যকর হচ্ছে আজ থেকে। গত প্রায় দেড় মাস যাবৎ কোরোনাভাইরাস কঠোর বিধি মেনে মারণ ভাইরাসের প্রকোপ এখন অনেকটাই কম। সেদিকে খেয়াল রেখে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বার্থ ও সুবিধা ভেবেই বিধিনিষেধের বর্ধিত সময়সীমায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার। একাধিক ক্ষেত্রে দেওয়া হয়েছে নয়া নিয়ম। দোকান, রেস্তোরাঁ, শপিং মল খুলে রাখার সময়সীমা বাড়ানো হচ্ছে। তেমনই বাড়ছে ব্যাঙ্কের কাজের সময়।প্রতীকী ছবি
রাজ্যে নয়া করোনাভাইরাস বিধি কার্যকর হচ্ছে আজ থেকে। গত প্রায় দেড় মাস যাবৎ কোরোনাভাইরাস কঠোর বিধি মেনে মারণ ভাইরাসের প্রকোপ এখন অনেকটাই কম। সেদিকে খেয়াল রেখে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বার্থ ও সুবিধা ভেবেই বিধিনিষেধের বর্ধিত সময়সীমায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার। একাধিক ক্ষেত্রে দেওয়া হয়েছে নয়া নিয়ম। দোকান, রেস্তোরাঁ, শপিং মল খুলে রাখার সময়সীমা বাড়ানো হচ্ছে। তেমনই বাড়ছে ব্যাঙ্কের কাজের সময়।প্রতীকী ছবি
advertisement
2/6
একনজরে দেখে নিন সেই সময়সীমা - আগে সব দোকান এবং বাজার (অত্যাবশ্যকীয় এবং অনাবশ্যকীয় দোকান) যেমন খোলা হত, তেমনভাবেই খোলা যাবে। অর্থাৎ শুক্রবার থেকে সাধারণ সময়েই দোকান রাখা যাবে। কোনও বিধি নিষেধ থাকবে না সময়ের ক্ষেত্রে। শুক্রবার (১৬ জুলাই) থেকে ৩০ জুলাই পর্যন্ত এই নয়া বিধি কার্যকর হবে।
একনজরে দেখে নিন সেই সময়সীমা - আগে সব দোকান এবং বাজার (অত্যাবশ্যকীয় এবং অনাবশ্যকীয় দোকান) যেমন খোলা হত, তেমনভাবেই খোলা যাবে। অর্থাৎ শুক্রবার থেকে সাধারণ সময়েই দোকান রাখা যাবে। কোনও বিধি নিষেধ থাকবে না সময়ের ক্ষেত্রে। শুক্রবার (১৬ জুলাই) থেকে ৩০ জুলাই পর্যন্ত এই নয়া বিধি কার্যকর হবে।
advertisement
3/6
শপিং মল এবং মার্কেট কমপ্লেক্সের খুচরো দোকান সাধারণ সময় যেমন খোলা থাকত, তেমনই খোলা রাখা যাবে। তবে ৫০ শতাংশ লোকবল থাকবে। একই সময় সর্বাধিক ৫০ শতাংশ ক্রেতা বা মানুষ ঢুকতে পারবেন।
শপিং মল এবং মার্কেট কমপ্লেক্সের খুচরো দোকান সাধারণ সময় যেমন খোলা থাকত, তেমনই খোলা রাখা যাবে। তবে ৫০ শতাংশ লোকবল থাকবে। একই সময় সর্বাধিক ৫০ শতাংশ ক্রেতা বা মানুষ ঢুকতে পারবেন।
advertisement
4/6
আগে যেমন খোলা থাকত, সেই সময় হোটেল, শপিং মল এবং ক্লাবের রেস্তোরাঁ ও পানশালা খোলা যাবে। তবে রাত আটটার পর রেস্তোরাঁ ও পানশালা খুলে রাখা যাবে না। তবে রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। সংগৃহীত ছবি।
আগে যেমন খোলা থাকত, সেই সময় হোটেল, শপিং মল এবং ক্লাবের রেস্তোরাঁ ও পানশালা খোলা যাবে। তবে রাত আটটার পর রেস্তোরাঁ ও পানশালা খুলে রাখা যাবে না। তবে রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
5/6
রাজ্যের মধ্যে বাস, অটো, ট্যাক্সি, ক্যাব, ট্রাম এবং জলপরিবহন চালু থাকবে। সর্বাধিক ৫০ শতাংশ যাত্রী উঠতে পারবেন। চালক এবং কর্মীদের টিকা নিতে হবে। তবে এবারও মিলল না লোকাল ট্রেন চালানোর অনুমতি। বুধবার নবান্নের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুলাই পর্যন্ত রাজ্য লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলবে। প্রতীকী ছবি৷
রাজ্যের মধ্যে বাস, অটো, ট্যাক্সি, ক্যাব, ট্রাম এবং জলপরিবহন চালু থাকবে। সর্বাধিক ৫০ শতাংশ যাত্রী উঠতে পারবেন। চালক এবং কর্মীদের টিকা নিতে হবে। তবে এবারও মিলল না লোকাল ট্রেন চালানোর অনুমতি। বুধবার নবান্নের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুলাই পর্যন্ত রাজ্য লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলবে। প্রতীকী ছবি৷
advertisement
6/6
সকাল ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত প্রাতঃভ্রমণ এবং ব্যায়ামের জন্য পার্ক খোলা থাকবে। শুধুমাত্র টিকাপ্রাপ্তরা ঢুকতে পারবেন। সাধারণ সময়মতো সেলুন, বিউটি পার্লার খোলা থাকবে। ৫০ শতাংশ মানুষ উপস্থিত থাকতে পারবেন।
সকাল ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত প্রাতঃভ্রমণ এবং ব্যায়ামের জন্য পার্ক খোলা থাকবে। শুধুমাত্র টিকাপ্রাপ্তরা ঢুকতে পারবেন। সাধারণ সময়মতো সেলুন, বিউটি পার্লার খোলা থাকবে। ৫০ শতাংশ মানুষ উপস্থিত থাকতে পারবেন।
advertisement
advertisement
advertisement