রাজ্যে নয়া করোনাভাইরাস বিধি (West Bengal Covid Restriction)কার্যকর হচ্ছে আজ থেকে। গত প্রায় দেড় মাস যাবৎ কোরোনাভাইরাস (Coronavirus) কঠোর বিধি মেনে মারণ ভাইরাসের প্রকোপ এখন অনেকটাই কম। সেদিকে খেয়াল রেখে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বার্থ ও সুবিধা ভেবেই বিধিনিষেধের (West Bengal Covid Restriction) বর্ধিত সময়সীমায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার। একাধিক ক্ষেত্রে দেওয়া হয়েছে নয়া নিয়ম। দোকান, রেস্তোরাঁ, শপিং মল (Restaurant And Shopping Mall) খুলে রাখার সময়সীমা বাড়ানো হচ্ছে। তেমনই বাড়ছে ব্যাঙ্কের কাজের সময়।প্রতীকী ছবি
রাজ্যের মধ্যে বাস, অটো, ট্যাক্সি, ক্যাব, ট্রাম এবং জলপরিবহন চালু থাকবে। সর্বাধিক ৫০ শতাংশ যাত্রী উঠতে পারবেন। চালক এবং কর্মীদের টিকা নিতে হবে। তবে এবারও মিলল না লোকাল ট্রেন চালানোর অনুমতি। বুধবার নবান্নের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুলাই পর্যন্ত রাজ্য লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলবে।