Covid Third Wave| WB Measure| করোনাসুর থেকে শিশুদের বাঁচাতে যুদ্ধ শুরু! কতটা প্রস্তুত রাজ্য- জানুন ছবিতে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Covid Third Wave| WB Measure| কাউন্টডাউন শুরু। করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে ঢেলে স্বাস্থ্যব্যবস্থা সাজাচ্ছে রাজ্য। কেমন প্রস্তুতি জানুন।
advertisement
advertisement
advertisement
ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতাল, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ., উত্তরবঙ্গ মেডিকেল কলেজ-এই তিনটি হাসপাতালের প্রত্যেকটির অধীনে সর্বাধিক ৩০ টি সরকারি হাসপাতাল থাকবে যেখানে শিশুদের আইসিইউ আরো নতুনভাবে গড়ে তোলা হবে। সেখানকার চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করা হবে। শিশুদের করোনা চিকিৎসার জন্য সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি সঠিকভাবে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
advertisement
advertisement