WB Covid update| রাজ্যে সংক্রমণ একটু কমলেও ভয় দেখাচ্ছে দুই জেলা আর পজিটিভিটি রেট
Bangla Digital Desk
1/ 6
আজই ১০০ কোটি টিকাদানের রেকর্ড স্পর্শ করেছে দেশ। আর সেই দিনেই করোনার সংক্রমণ আগের থেকে অল্প কিছুটা কমল এই রাজ্য়ে। যদিও এক ধাক্কায় বেশ কিছুটা বাড়ল পজিটিভিটি রেট, যা আশঙ্কা বাড়াচ্ছে প্রশাসনের।
2/ 6
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন।
3/ 6
কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।
4/ 6
উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৪৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
5/ 6
হুগলি জেলায় আক্রান্ত ৮২ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৬৯ জন। মৃত্যু হয়েছে একজনের।
6/ 6
সব মিলিয়ে রাজ্যে আজ করোনায় মৃত্যু হল ১৭ জনের। পাশাপাশি পজিটিভিটি রেট বেড়ে হলো ২.৫২ শতাংশ।