• Indian Public Health Association (IPHA), Indian Association of Preventive and Social Medicine (IAPSM) এবং Indian Association of Epidemiologists (IAE) থেকে মোদি সরকারকে জানানো হয়েছে, পরিকল্পনাহীন ভাবে সকলকে ভ্যাকসিন দিলে উল্টে করোনার মিউট্যান্ট স্ট্রেন বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে প্রভূত পরিমাণে । তখন সেই স্ট্রেনের গতিবিধি বোঝা মুশকিল হয়ে যাবে ।