Corona Vaccination: অপরিকল্পিত টিকাকরণে বাড়বে মিউট্যান্ট স্ট্রেন, মোদিকে চিঠি বিশেষজ্ঞদের

Last Updated:
কেন্দ্রকে সতর্ক করা হয়েছে, পরিকল্পনাহীন ভাবে সকলকে ভ্যাকসিন দিলে উল্টে করোনার মিউট্যান্ট স্ট্রেন বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে প্রভূত পরিমাণে । তখন সেই স্ট্রেনের গতিবিধি বোঝা মুশকিল হয়ে যাবে ।
1/5
• সতর্ক করা বচ্ছে কেন্দ্রীয় সরকারকে । কারণ এই ভাবে টিকাকরণ কর্মসূচী চলতে থাকলে সামনে আরও বড় দূর্দিন আসতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা । তাঁরা বলছেন, অপরিকল্পিত ভাবে টিকাকরণ করলে তা আখেরে দেশবাসীর ক্ষতিসাধনই করবে ।
• সতর্ক করা বচ্ছে কেন্দ্রীয় সরকারকে । কারণ এই ভাবে টিকাকরণ কর্মসূচী চলতে থাকলে সামনে আরও বড় দূর্দিন আসতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা । তাঁরা বলছেন, অপরিকল্পিত ভাবে টিকাকরণ করলে তা আখেরে দেশবাসীর ক্ষতিসাধনই করবে ।
advertisement
2/5
• Indian Public Health Association (IPHA), Indian Association of Preventive and Social Medicine (IAPSM) এবং Indian Association of Epidemiologists (IAE) থেকে মোদি সরকারকে জানানো হয়েছে, পরিকল্পনাহীন ভাবে সকলকে ভ্যাকসিন দিলে উল্টে করোনার মিউট্যান্ট স্ট্রেন বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে প্রভূত পরিমাণে । তখন সেই স্ট্রেনের গতিবিধি বোঝা মুশকিল হয়ে যাবে ।
• Indian Public Health Association (IPHA), Indian Association of Preventive and Social Medicine (IAPSM) এবং Indian Association of Epidemiologists (IAE) থেকে মোদি সরকারকে জানানো হয়েছে, পরিকল্পনাহীন ভাবে সকলকে ভ্যাকসিন দিলে উল্টে করোনার মিউট্যান্ট স্ট্রেন বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে প্রভূত পরিমাণে । তখন সেই স্ট্রেনের গতিবিধি বোঝা মুশকিল হয়ে যাবে ।
advertisement
3/5
• COVID-19 ন্যাশেনাল টাস্কফোর্সের এই সদস্যদের মতে, যাঁদের একবার করোনা হয়ে গিয়েছে তাঁদের আর ভ্যাকসিন নেওয়ার দরকারই নেই । এতে ভালের তুলনায় ক্ষতি হবে বেশি ।
• COVID-19 ন্যাশেনাল টাস্কফোর্সের এই সদস্যদের মতে, যাঁদের একবার করোনা হয়ে গিয়েছে তাঁদের আর ভ্যাকসিন নেওয়ার দরকারই নেই । এতে ভালের তুলনায় ক্ষতি হবে বেশি ।
advertisement
4/5
• যে রিপোর্ট তাঁরা কেন্দ্রের কাছে পাঠিয়েছে, তাতে স্পষ্টই উল্ল্যেখ আছে, যাঁদের ভ্যাকসিনের প্রয়োজনীয়তা আছে, তাঁদের দেওয়া উচিৎ । ভ্যাকসিন ড্রাইভ চালু করার সিদ্ধান্ত মোটেই ফলদায়ী নয় ।
• যে রিপোর্ট তাঁরা কেন্দ্রের কাছে পাঠিয়েছে, তাতে স্পষ্টই উল্ল্যেখ আছে, যাঁদের ভ্যাকসিনের প্রয়োজনীয়তা আছে, তাঁদের দেওয়া উচিৎ । ভ্যাকসিন ড্রাইভ চালু করার সিদ্ধান্ত মোটেই ফলদায়ী নয় ।
advertisement
5/5
• প্রথমেই দেখতে হবে কাদের প্রয়োজন রয়েছে । সেই সমস্ত ব্যক্তি ও শিশুদেরই শুধু আগে ভ্যাকসিন দেওয়া যেতে পারে । বিশেষজ্ঞরা বলছেন, ক্ষত এক জায়গায় কিন্তু সারা শরীরে মলম লাগানো হচ্ছে ।
• প্রথমেই দেখতে হবে কাদের প্রয়োজন রয়েছে । সেই সমস্ত ব্যক্তি ও শিশুদেরই শুধু আগে ভ্যাকসিন দেওয়া যেতে পারে । বিশেষজ্ঞরা বলছেন, ক্ষত এক জায়গায় কিন্তু সারা শরীরে মলম লাগানো হচ্ছে ।
advertisement
advertisement
advertisement