Unlock India: কী ভাবে খোলা হবে সব, নতুন গাইডলাইন জারি করল কেন্দ্র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
লক্ষ্য করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণের তৃতীয় ঢেউ আটকানো, তার আগে দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমাতে এলাকাভিত্তিক lockdown হয়েছিল এবার চালু unlock পর্ব, কী ভাবে কোথায় কোনটা আনলক হবে...
দেশে করোনা সংক্রমণের (Coronavirus In India) -র দ্বিতীয় ঢেউ আস্তে আস্তে দুর্বল হচ্ছে৷ কিন্তু তাতে স্বস্তি নেই৷ আগেরবারের ভুল থেকে শিক্ষা নিতে চাইছে সরকার৷ প্রথম ঢেউ কম হয়ে যাওয়ার পর ধারণা হয়েছিল করোনার বিরুদ্ধে যুদ্ধে জিতে গেছে ভারত, কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সংক্রমণ ও রোজ মৃত্যুর যে পরিসংখ্যান দেখেছে তা আতঙ্কের আবহ তৈরি করেছে গোটা দেশে৷ তাই তৃতীয় ঢেউ আসার আগেই প্রস্তুতি সেরে নিতে চাইছে প্রশাসন৷ তাই আনলক নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র৷ তারা পরিষ্কার জানিয়েছে এক সপ্তাহ ধরে পজিটিভিটি রেট ৫ শতাংশের কম আর মোট জনসংখ্যার ৭০ শতাংশের টীকাকরণ এই দুটি জিনিস দেখা হবে৷ এর পাশাপাশি কোভিড নিয়মবিধির পালন করতে হবে৷ এরপর জেলা স্তরে আনলকের অনুমতি দেওয়া হবে৷ Photo- PTI
advertisement
ICMR -র মহানির্দেশক আর ভারতের কোভিড ১৯ টাস্ক ফোর্সের সদস্য ডক্টর বলরাম ভার্গব মঙ্গলবার জানিয়েছেন যা প্রতিবন্ধকতা আরোপ করা হয়েছে তাতে ধীরে ধীরে ছুট দেওয়া হোক৷ এরকম হলে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ থাকবে, আর করোনা মামলায় আর দ্রুততা আসবে না৷ প্রতি জেলাকে সুনিশ্চয়তা দিতে হবে যেন টীকাকরণ হয়৷ ভার্গব আরও জানিয়েছেন তৃতীয়ঢেউয়ের ধাক্কা আটকাতে ৫ শতাংশের কম পজিটিভ রেট হতে হবে, তখন একটু একটু করে খুলতে হবে৷ তবে এই খোলার বিষয়টা খুব ধীরে ধীরে হতে হবে৷ ভার্গব জানিয়েছেন এর পাশাপাশি ৭০ শতাংশ মানুষের টীকাকরণ হতে হবে৷Photo- PTI
advertisement
৩৪৪ টি জেলায় এই মুহূর্তে ৫ শতাংশের কম সংক্রমণ রয়েছে৷ ৩০ টি রাজ্যে করোনা ভাইরাসে -র চিকিৎসাধীনের সংখ্যাও কমেছে৷ ভার্গব জানিয়েছে , ‘আমরা করোনা দ্বিতীয় ঘাতক ঢেউয়ের মধ্যে রয়েছি৷ তবে এটা এখন শেষের পথে৷ পরিসংখ্যানে যদি নজর রাখা হয় তাহলে এপ্রিলের প্রথম সপ্তাহে তাদের কাছে ২০০ -র কম জেলা ছিল৷ এই জেলাগুলিতে ১০ শতাংশ -র বেশি সংক্রমণ ছিল৷ এপ্রিলের শেষ সপ্তাহে ৬০০ জেলায় ১০ শতাংশের বেশি পজিটিভ রেট ছিল৷ আজ দেশের ২৩৯ জেলায় ১০ শতাংশের অধিক সংক্রমণ রেট রয়েছে৷ ১৪৫টি জেলায় ৫ থেকে ১০ শতাংশ পজিটিভ রেট রয়েছে৷ ৩৫০ জেলায় ৫ শতাংশের কম পজিটিভ রেট রয়েছে৷Photo- PTI
advertisement
এদিকে নীতি আয়োগের এক সদস্য জানিয়েছেন সম্প্রতি যা ট্রেন্ড তা মানলে বিশেষজ্ঞদের মত নিলে জুনের পরিস্থিতি অনেকটাই উন্নত হবে৷ তবে যখন বিধিনিষেধ তুলে দেওয়া হবে তখন আবার পরিস্থিতি কেমন হবে এখন সেটাই চিন্তার৷ কারণ ভাইরাস এখনও নির্মূল হয়নি৷ তিনি জানিয়েছেন আলাদা ভ্যাকসিন লাগানোর প্রটোকল নেই, আর এখনও টীকাকরণের ক্ষেত্রে দুটি ডোজের সময়ের গ্যাপের ক্ষেত্রেও কোনও বদল আসেনি৷ এদিকে বাচ্চাদের জন্য করোনা ভাইরাস এখনও সেরকম কোনও ক্ষতিসাধন করেনি৷ তবে সামনের দিনে এই ভাইরাসের রূপ পরিবর্তনের সম্ভবনা রয়েছে৷ পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের জন্য সরকার প্রস্তুতি সারছে৷Photo- PTI