Unlock India: কী ভাবে খোলা হবে সব, নতুন গাইডলাইন জারি করল কেন্দ্র

Last Updated:
লক্ষ্য করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণের তৃতীয় ঢেউ আটকানো, তার আগে দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমাতে এলাকাভিত্তিক lockdown হয়েছিল এবার চালু unlock পর্ব, কী ভাবে কোথায় কোনটা আনলক হবে...
1/4
দেশে করোনা সংক্রমণের  (Coronavirus In India)  -র দ্বিতীয় ঢেউ আস্তে আস্তে দুর্বল হচ্ছে৷ কিন্তু তাতে স্বস্তি নেই৷ আগেরবারের ভুল থেকে শিক্ষা নিতে চাইছে সরকার৷ প্রথম ঢেউ কম হয়ে যাওয়ার পর ধারণা হয়েছিল করোনার বিরুদ্ধে যুদ্ধে জিতে গেছে ভারত, কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সংক্রমণ ও রোজ মৃত্যুর যে পরিসংখ্যান দেখেছে তা আতঙ্কের আবহ তৈরি করেছে গোটা দেশে৷ তাই তৃতীয় ঢেউ আসার আগেই প্রস্তুতি সেরে নিতে চাইছে প্রশাসন৷ তাই আনলক নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র৷ তারা পরিষ্কার জানিয়েছে এক সপ্তাহ ধরে পজিটিভিটি রেট ৫ শতাংশের কম আর মোট জনসংখ্যার ৭০ শতাংশের টীকাকরণ এই দুটি জিনিস দেখা হবে৷ এর পাশাপাশি কোভিড নিয়মবিধির পালন করতে হবে৷ এরপর জেলা স্তরে আনলকের অনুমতি দেওয়া হবে৷ Photo- PTI
দেশে করোনা সংক্রমণের (Coronavirus In India) -র দ্বিতীয় ঢেউ আস্তে আস্তে দুর্বল হচ্ছে৷ কিন্তু তাতে স্বস্তি নেই৷ আগেরবারের ভুল থেকে শিক্ষা নিতে চাইছে সরকার৷ প্রথম ঢেউ কম হয়ে যাওয়ার পর ধারণা হয়েছিল করোনার বিরুদ্ধে যুদ্ধে জিতে গেছে ভারত, কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সংক্রমণ ও রোজ মৃত্যুর যে পরিসংখ্যান দেখেছে তা আতঙ্কের আবহ তৈরি করেছে গোটা দেশে৷ তাই তৃতীয় ঢেউ আসার আগেই প্রস্তুতি সেরে নিতে চাইছে প্রশাসন৷ তাই আনলক নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র৷ তারা পরিষ্কার জানিয়েছে এক সপ্তাহ ধরে পজিটিভিটি রেট ৫ শতাংশের কম আর মোট জনসংখ্যার ৭০ শতাংশের টীকাকরণ এই দুটি জিনিস দেখা হবে৷ এর পাশাপাশি কোভিড নিয়মবিধির পালন করতে হবে৷ এরপর জেলা স্তরে আনলকের অনুমতি দেওয়া হবে৷ Photo- PTI
advertisement
2/4
ICMR -র মহানির্দেশক আর ভারতের কোভিড ১৯ টাস্ক ফোর্সের সদস্য ডক্টর বলরাম ভার্গব মঙ্গলবার জানিয়েছেন যা প্রতিবন্ধকতা আরোপ করা হয়েছে তাতে ধীরে ধীরে ছুট দেওয়া হোক৷ এরকম হলে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ থাকবে, আর করোনা মামলায় আর দ্রুততা আসবে না৷ প্রতি জেলাকে সুনিশ্চয়তা দিতে হবে যেন টীকাকরণ হয়৷  ভার্গব আরও জানিয়েছেন তৃতীয়ঢেউয়ের ধাক্কা আটকাতে ৫ শতাংশের কম পজিটিভ রেট হতে হবে, তখন একটু একটু করে খুলতে হবে৷ তবে এই খোলার বিষয়টা খুব ধীরে ধীরে হতে হবে৷ ভার্গব জানিয়েছেন এর পাশাপাশি ৭০ শতাংশ মানুষের টীকাকরণ হতে হবে৷Photo- PTI
ICMR -র মহানির্দেশক আর ভারতের কোভিড ১৯ টাস্ক ফোর্সের সদস্য ডক্টর বলরাম ভার্গব মঙ্গলবার জানিয়েছেন যা প্রতিবন্ধকতা আরোপ করা হয়েছে তাতে ধীরে ধীরে ছুট দেওয়া হোক৷ এরকম হলে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ থাকবে, আর করোনা মামলায় আর দ্রুততা আসবে না৷ প্রতি জেলাকে সুনিশ্চয়তা দিতে হবে যেন টীকাকরণ হয়৷ ভার্গব আরও জানিয়েছেন তৃতীয়ঢেউয়ের ধাক্কা আটকাতে ৫ শতাংশের কম পজিটিভ রেট হতে হবে, তখন একটু একটু করে খুলতে হবে৷ তবে এই খোলার বিষয়টা খুব ধীরে ধীরে হতে হবে৷ ভার্গব জানিয়েছেন এর পাশাপাশি ৭০ শতাংশ মানুষের টীকাকরণ হতে হবে৷Photo- PTI
advertisement
3/4
৩৪৪ টি জেলায় এই মুহূর্তে ৫ শতাংশের কম সংক্রমণ রয়েছে৷ ৩০ টি রাজ্যে করোনা ভাইরাসে -র চিকিৎসাধীনের সংখ্যাও কমেছে৷ ভার্গব জানিয়েছে , ‘আমরা করোনা দ্বিতীয় ঘাতক ঢেউয়ের মধ্যে রয়েছি৷ তবে এটা এখন শেষের পথে৷ পরিসংখ্যানে যদি নজর রাখা হয় তাহলে এপ্রিলের প্রথম সপ্তাহে তাদের কাছে ২০০ -র কম জেলা ছিল৷ এই জেলাগুলিতে ১০ শতাংশ -র বেশি সংক্রমণ ছিল৷ এপ্রিলের শেষ সপ্তাহে ৬০০ জেলায় ১০ শতাংশের বেশি পজিটিভ রেট ছিল৷ আজ দেশের ২৩৯ জেলায় ১০ শতাংশের অধিক সংক্রমণ রেট রয়েছে৷ ১৪৫টি জেলায় ৫ থেকে ১০ শতাংশ পজিটিভ রেট রয়েছে৷ ৩৫০ জেলায় ৫ শতাংশের কম পজিটিভ রেট রয়েছে৷Photo- PTI
৩৪৪ টি জেলায় এই মুহূর্তে ৫ শতাংশের কম সংক্রমণ রয়েছে৷ ৩০ টি রাজ্যে করোনা ভাইরাসে -র চিকিৎসাধীনের সংখ্যাও কমেছে৷ ভার্গব জানিয়েছে , ‘আমরা করোনা দ্বিতীয় ঘাতক ঢেউয়ের মধ্যে রয়েছি৷ তবে এটা এখন শেষের পথে৷ পরিসংখ্যানে যদি নজর রাখা হয় তাহলে এপ্রিলের প্রথম সপ্তাহে তাদের কাছে ২০০ -র কম জেলা ছিল৷ এই জেলাগুলিতে ১০ শতাংশ -র বেশি সংক্রমণ ছিল৷ এপ্রিলের শেষ সপ্তাহে ৬০০ জেলায় ১০ শতাংশের বেশি পজিটিভ রেট ছিল৷ আজ দেশের ২৩৯ জেলায় ১০ শতাংশের অধিক সংক্রমণ রেট রয়েছে৷ ১৪৫টি জেলায় ৫ থেকে ১০ শতাংশ পজিটিভ রেট রয়েছে৷ ৩৫০ জেলায় ৫ শতাংশের কম পজিটিভ রেট রয়েছে৷Photo- PTI
advertisement
4/4
এদিকে নীতি আয়োগের এক সদস্য জানিয়েছেন সম্প্রতি যা ট্রেন্ড তা মানলে বিশেষজ্ঞদের মত নিলে জুনের পরিস্থিতি অনেকটাই উন্নত হবে৷ তবে যখন বিধিনিষেধ তুলে দেওয়া হবে তখন আবার পরিস্থিতি কেমন হবে এখন সেটাই চিন্তার৷ কারণ ভাইরাস এখনও নির্মূল হয়নি৷ তিনি জানিয়েছেন আলাদা ভ্যাকসিন লাগানোর প্রটোকল নেই, আর এখনও টীকাকরণের ক্ষেত্রে দুটি ডোজের সময়ের গ্যাপের ক্ষেত্রেও কোনও বদল আসেনি৷ এদিকে বাচ্চাদের জন্য করোনা ভাইরাস এখনও সেরকম কোনও ক্ষতিসাধন করেনি৷ তবে সামনের দিনে এই ভাইরাসের রূপ পরিবর্তনের সম্ভবনা রয়েছে৷ পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের জন্য সরকার প্রস্তুতি সারছে৷Photo- PTI
এদিকে নীতি আয়োগের এক সদস্য জানিয়েছেন সম্প্রতি যা ট্রেন্ড তা মানলে বিশেষজ্ঞদের মত নিলে জুনের পরিস্থিতি অনেকটাই উন্নত হবে৷ তবে যখন বিধিনিষেধ তুলে দেওয়া হবে তখন আবার পরিস্থিতি কেমন হবে এখন সেটাই চিন্তার৷ কারণ ভাইরাস এখনও নির্মূল হয়নি৷ তিনি জানিয়েছেন আলাদা ভ্যাকসিন লাগানোর প্রটোকল নেই, আর এখনও টীকাকরণের ক্ষেত্রে দুটি ডোজের সময়ের গ্যাপের ক্ষেত্রেও কোনও বদল আসেনি৷ এদিকে বাচ্চাদের জন্য করোনা ভাইরাস এখনও সেরকম কোনও ক্ষতিসাধন করেনি৷ তবে সামনের দিনে এই ভাইরাসের রূপ পরিবর্তনের সম্ভবনা রয়েছে৷ পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের জন্য সরকার প্রস্তুতি সারছে৷Photo- PTI
advertisement
advertisement
advertisement