Tumpa Sona: করোনা আক্রান্ত 'টুম্পা সোনা', কেমন আছেন অভিনেত্রী? উদ্বিগ্ন নেটদুনিয়া...

Last Updated:
করোনা আক্রান্ত ‘টুম্পা সোনা’ খ্যাত অভিনেত্রী সুমনা দাস। রবিবারই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।
1/5
*ফের করোনার থাবা টলিউডে। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা গৌরব চক্রবর্তী।  সংগৃহীত ছবি। 
*ফের করোনার থাবা টলিউডে। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা গৌরব চক্রবর্তী।  সংগৃহীত ছবি। 
advertisement
2/5
*এ বারে জানা গিয়েছে, করোনা আক্রান্ত ‘টুম্পা সোনা’ খ্যাত সুমনা দাস। রবিবারি তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সংগৃহীত ছবি। 
*এ বারে জানা গিয়েছে, করোনা আক্রান্ত ‘টুম্পা সোনা’ খ্যাত সুমনা দাস। রবিবারি তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সংগৃহীত ছবি। 
advertisement
3/5
*কলকাতাতে বাংলাদেশের ছবি ‘অগ্নিবীণা’-র শেষ পর্বের শ্যুট চলছিল। ছবিতে অভিনয় করছেন সুমনা। শুটিং-র মধ্যেই অসুস্থতা অনুভব করেন তিনি। বাড়ি ফিরে এসে নিভৃতবাসে চলে যান।  সংগৃহীত ছবি। 
*কলকাতাতে বাংলাদেশের ছবি ‘অগ্নিবীণা’-র শেষ পর্বের শ্যুট চলছিল। ছবিতে অভিনয় করছেন সুমনা। শুটিং-র মধ্যেই অসুস্থতা অনুভব করেন তিনি। বাড়ি ফিরে এসে নিভৃতবাসে চলে যান।  সংগৃহীত ছবি। 
advertisement
4/5
*সুমনার মা-বাবা ইতিমধ্যেই কোভিডের টিকা নিয়েছেন। তাও নিজেকে এক্কেবারে আলাদা করে রেখেছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুজায়ী চলছে ওষুধপত্র এবং খাওয়া-দাওয়া। সংগৃহীত ছবি। 
*সুমনার মা-বাবা ইতিমধ্যেই কোভিডের টিকা নিয়েছেন। তাও নিজেকে এক্কেবারে আলাদা করে রেখেছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুজায়ী চলছে ওষুধপত্র এবং খাওয়া-দাওয়া। সংগৃহীত ছবি। 
advertisement
5/5
*অভিনেত্রী জানিয়েছেন, সংক্রমণের আশঙ্কায় রিপোর্ট আসা আগেই আইসোলেশনে ছিলেন। গন্ধ-স্বাদ ছলে গিয়েছিল। এ ছাড়াও, পেট ব্যথা, পেটখারাপ-সহ একাধিক উপসর্গ ছিল। তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। সংগৃহীত ছবি।
*অভিনেত্রী জানিয়েছেন, সংক্রমণের আশঙ্কায় রিপোর্ট আসা আগেই আইসোলেশনে ছিলেন। গন্ধ-স্বাদ ছলে গিয়েছিল। এ ছাড়াও, পেট ব্যথা, পেটখারাপ-সহ একাধিক উপসর্গ ছিল। তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement