জরুরী পরিষেবার মধ্যে সংবাদ মাধ্যম পড়লেও আর পাঁচটা অত্যন্ত জরুরী জিনিস- দুধ, পাউরুটির মতো খবরের কাগজও আর পৌঁছাচ্ছে না বাড়িতে বাড়িতে ৷ করোনা সংক্রমণের আতঙ্ক থাবা বসিয়েছে সেখানেও ৷ সকলের মনে ভয়, গৃহবন্দি থেকেও খবরের কাগজের মাধ্যমেও যদি ভাইরাস চলে আসে বাড়িতে ৷ হাতে হাতে ঘুরে আসা কাগজ বলে কথা ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর জানিয়েছে, কোনও সংক্রমিত ব্যক্তি খবরের কাগজ ছুঁলে তাঁর থেকে কাগজে নভেল করোনাভাইরাস লেগে যাওয়ার সম্ভাবনা কম ৷ একইভাবে তাদের মতে অনলাইন থেকে কেনা জিনিসের প্যাকেজিংও সুরক্ষিত ৷ এখনও পর্যন্ত গোটা বিশ্বে খবরের কাগজ বা অনলাইন জিনিসের প্যাকেট থেকে করোনায় সংক্রমিত হওয়ার কোনও ঘটনা সামনে আসেনি ৷