বিশ্বজুড়ে করোনা আতঙ্ক! করোনার মোকাবিলা করতে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। ডাক্তারি ভাষায় যাকে বলে হোম কোয়ারেন্টাইন। কিন্তু বাড়িতে থাকা মানেই রোজকার খাটাখাটনি থেকে ছুটি, অনেক ক্ষেত্রেই রুটিন ভেঙে খাওয়াদাওয়া... সেক্ষেত্রে ওজন বাড়ার সম্ভাবনা থাকে বইকী! চড়চড়িয়ে চর্বির আগমন ঠেকাতে মেনে চলুন এই ক'টা সহজ নিয়ম... বাড়িতে থেকেও থাকবেন 'ফিট অ্যান্ড স্লিম'!