COVID19| করোনার ওষুধের ট্রায়ালে সাফল্য! রাতারাতি শেয়ারদর বেড়ে গেল মার্কিন ওষুধ সংস্থার

Last Updated:
সংস্থা জানাচ্ছে, এই ওষুধ প্রথমেই প্রয়োগে ৬২ শতাংশ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন৷ সেখানে একটু দেরিতে ওষুধটি প্রয়োগের জেরে ৪৯ শতাংশ রোগীর অবস্থার উন্নতিও দেরিতে হচ্ছে৷
1/7
করোনা সঙ্কটে যখন জেরবার বিশ্ব, তখন Remdesivir নামক এই অ্যান্টি ভাইরাল ওষুধটি আশার আলো দেখাচ্ছে গোটা বিশ্বকে৷ মার্কিন সংস্থা  Gilead Sciences Inc-এর এই ওষুধ তৃতীয় পর্যায়ের পরীক্ষাতেও সফল হল৷
করোনা সঙ্কটে যখন জেরবার বিশ্ব, তখন Remdesivir নামক এই অ্যান্টি ভাইরাল ওষুধটি আশার আলো দেখাচ্ছে গোটা বিশ্বকে৷ মার্কিন সংস্থা Gilead Sciences Inc-এর এই ওষুধ তৃতীয় পর্যায়ের পরীক্ষাতেও সফল হল৷
advertisement
2/7
সংস্থার তরফে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীদের Remdesivir ওষুধটি প্রয়োগ করে দেখা গিয়েছে রোগীর অবস্থার উন্নতি হচ্ছে৷
সংস্থার তরফে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীদের Remdesivir ওষুধটি প্রয়োগ করে দেখা গিয়েছে রোগীর অবস্থার উন্নতি হচ্ছে৷
advertisement
3/7
Gilead Sciences Inc জানাচ্ছে, এই ওষুধ করোনা আক্রান্তদের যক দ্রুত দেওয়া গিয়েছে, তত তাড়াতাড়ি অবস্থার উন্নতি হয়েছে৷ যাঁদের দেরি করে দেওয়া হয়েছে, তাঁদের চেয়ে দ্রুত উন্নতি হয়েছে যাঁদের ওষুধটি শুরুতেই প্রয়োগ করা হয়েছে৷ করোনার ওষুধের জল্পনায় বুধবার একলাফে ৯ শতাংশ বেড়ে যায় Gilead Sciences Inc শেয়ারের দর৷
Gilead Sciences Inc জানাচ্ছে, এই ওষুধ করোনা আক্রান্তদের যক দ্রুত দেওয়া গিয়েছে, তত তাড়াতাড়ি অবস্থার উন্নতি হয়েছে৷ যাঁদের দেরি করে দেওয়া হয়েছে, তাঁদের চেয়ে দ্রুত উন্নতি হয়েছে যাঁদের ওষুধটি শুরুতেই প্রয়োগ করা হয়েছে৷ করোনার ওষুধের জল্পনায় বুধবার একলাফে ৯ শতাংশ বেড়ে যায় Gilead Sciences Inc শেয়ারের দর৷
advertisement
4/7
সংস্থা জানাচ্ছে, এই ওষুধ প্রথমেই প্রয়োগে ৬২ শতাংশ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন৷ সেখানে একটু দেরিতে ওষুধটি প্রয়োগের জেরে ৪৯ শতাংশ রোগীর অবস্থার উন্নতিও দেরিতে হচ্ছে৷
সংস্থা জানাচ্ছে, এই ওষুধ প্রথমেই প্রয়োগে ৬২ শতাংশ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন৷ সেখানে একটু দেরিতে ওষুধটি প্রয়োগের জেরে ৪৯ শতাংশ রোগীর অবস্থার উন্নতিও দেরিতে হচ্ছে৷
advertisement
5/7
সংস্থা জানাচ্ছে, এই ওষুধ প্রথমেই প্রয়োগে ৬২ শতাংশ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন৷ সেখানে একটু দেরিতে ওষুধটি প্রয়োগের জেরে ৪৯ শতাংশ রোগীর অবস্থার উন্নতিও দেরিতে হচ্ছে৷
সংস্থা জানাচ্ছে, এই ওষুধ প্রথমেই প্রয়োগে ৬২ শতাংশ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন৷ সেখানে একটু দেরিতে ওষুধটি প্রয়োগের জেরে ৪৯ শতাংশ রোগীর অবস্থার উন্নতিও দেরিতে হচ্ছে৷
advertisement
6/7
৩৯৭ জন রোগীর উপরে ট্রায়াল দেওয়া হয় ওষুধটির৷ ৫ দিন ও ১০ দিনের ডোজে৷ এমন রোগীদেরই ট্রায়াল দেওয়া হয়েছে, যাঁদের COVID-19-এর অবস্থা বেশ শোচনীয়৷
৩৯৭ জন রোগীর উপরে ট্রায়াল দেওয়া হয় ওষুধটির৷ ৫ দিন ও ১০ দিনের ডোজে৷ এমন রোগীদেরই ট্রায়াল দেওয়া হয়েছে, যাঁদের COVID-19-এর অবস্থা বেশ শোচনীয়৷
advertisement
7/7
সংস্থা জানাচ্ছে, আরও একটি পৃথক ভাবে ট্রায়াল করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকসাস ডিজিজ৷ তারাও জানিয়েছে, উদ্দেশ্য সফল৷ কিন্তু সম্পূর্ণ তথ্য এখনও মেলেনি৷
সংস্থা জানাচ্ছে, আরও একটি পৃথক ভাবে ট্রায়াল করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকসাস ডিজিজ৷ তারাও জানিয়েছে, উদ্দেশ্য সফল৷ কিন্তু সম্পূর্ণ তথ্য এখনও মেলেনি৷
advertisement
advertisement
advertisement