বাজেটে কাঁচি তাই থিমপুজোয় ইতি, কুমোরটুলিতে শুধুই সাবেকি দুর্গার বরাত
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
নতুন দিনেই ফিরছে পুরনো সেই পুজো। সাবেক আটচালার ঠাকুরই চাইছেন ক্রেতারা।
advertisement
advertisement
advertisement
তবে কুমোরটুলি খুশি কারণ দেরিতে হলেও কাজ আসছে, অর্ডার হচ্ছে। অন্য এক মৃৎশিল্পী আসলে, "সবারই তো বাজেটে ট়ান, সেই কারণেই আবার সেই বাংলা মুখের ঊমাকেই ঘরে তুলতে চায় সকলে। আমাদের হাঁড়ি চড়বে, তাতেই আমরা খুশি।" নিউনর্ম্যালে যখন সব বদলাচ্ছে, সর্বত্রই যখন থিম ব্যাক টু বেসিক, ঊমাই বা বাদ যাবেন কেন।