আর কত প্রকৃতির মার! বানভাসি অসমে অথৈ জলে ২ লক্ষের বেশি মানুষ

Last Updated:
আমফানের ঘা শুকোচ্ছে না পশ্চিমবঙ্গের। প্রকৃতির মার অসমেও। বানভাসী ২ লক্ষের বেশি মানুষ। দেখুন ছবিতে।
1/7
আরও খারাপ হল অসমের বন্যা পরিস্থিতি। অসম দুর্যোগ মোকাবিলা দফতরের (ASDMA) সূত্রে খবর মুহূর্তে ২ লক্ষ ৭২ হাজার মানুষ অসমে বন্যা দুর্গত।
আরও খারাপ হল অসমের বন্যা পরিস্থিতি। অসম দুর্যোগ মোকাবিলা দফতরের (ASDMA) সূত্রে খবর মুহূর্তে ২ লক্ষ ৭২ হাজার মানুষ অসমে বন্যা দুর্গত।
advertisement
2/7
ধেমাজি, লক্ষ্মীপুর, নওগা, হাজই, দারং, বরপেটা, নলবাড়ি, গোয়ালপাড়া, পশ্চিম করবি , ডিব্রুগড়, তিনসুকিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চল এখন জলের তলায়।
ধেমাজি, লক্ষ্মীপুর, নওগা, হাজই, দারং, বরপেটা, নলবাড়ি, গোয়ালপাড়া, পশ্চিম করবি , ডিব্রুগড়, তিনসুকিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চল এখন জলের তলায়।
advertisement
3/7
শুধু গোয়ালপাড়াতেই ২ লক্ষ পনেরো হাজার মানুষ বন্যা কবলিত।
শুধু গোয়ালপাড়াতেই ২ লক্ষ পনেরো হাজার মানুষ বন্যা কবলিত।
advertisement
4/7
জানা গিয়েছে ডিমা হাসাও অঞ্চলের চারটি গ্রামে বহু বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে।
জানা গিয়েছে ডিমা হাসাও অঞ্চলের চারটি গ্রামে বহু বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে।
advertisement
5/7
পাশাপাশি ধসের কারণে শ্রমিক স্পেসাল ট্রেন চলাচলও বিপর্যস্ত হয়েছে।
পাশাপাশি ধসের কারণে শ্রমিক স্পেসাল ট্রেন চলাচলও বিপর্যস্ত হয়েছে।
advertisement
6/7
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বুধবার প্রশাসনিক কর্তাদের ত্রাণশিবিরে সমস্ত করোনা গাইডলাইন মেনে চলার নির্দেশ দিয়েছেন।
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বুধবার প্রশাসনিক কর্তাদের ত্রাণশিবিরে সমস্ত করোনা গাইডলাইন মেনে চলার নির্দেশ দিয়েছেন।
advertisement
7/7
গোষ্ঠী সংক্রমণের বিষয়টি মাথায় রেখে সামাজিক দূরত্ব সুনিশ্চিত করতে বলেছেন সর্বানন্দ সোনোয়াল।
গোষ্ঠী সংক্রমণের বিষয়টি মাথায় রেখে সামাজিক দূরত্ব সুনিশ্চিত করতে বলেছেন সর্বানন্দ সোনোয়াল।
advertisement
advertisement
advertisement