Sputnik V : ভারতে পা দিল 'স্পুটনিক ভি', কেমন হবে এই তৃতীয় ভ্যাকসিন? গুণাগুণই বা কী?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
আমেরিকার ফাইজার এবং ম়ডার্নার পর এই প্রতিষেধকের এখন পর্যন্ত সর্বোচ্চ এফিকেসি— ৯১.৬ শতাংশ।
advertisement
শনিবার হায়দ্রাবাদে পৌঁছনোর পর এই ভ্যাকসিনগুলি ডক্টর রেড্ডিস ল্যাবেরেটরির হাতে যাবে। এই কোম্পানি রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে ভারতে স্পুটনিক ভি উৎপাদনের জন্য হাত মিলিয়েছে। স্পুটনিক ভি-র দেড় লক্ষ ডোজ ভারতে এসে পৌঁছেছে। চলতি মাসের মধ্যে আরও ৩০ লক্ষ ডোজ ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। জুনের মধ্যে এই ভ্যাকসিনের ৫০ লক্ষ ডোজ ভারত পেয়ে যাবে বলে আশা।
advertisement
এপ্রিলে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর সিইও কিরিল ডিমিট্রিয়েভ জানিয়েছিলেন যে, ভারতে প্রথম ব্যাচ পৌঁছবে ১ মে। আগামী কয়েক মাসে ভারতে ৫ কোটি এই ভ্যাকসিনের ডোজ উৎপাদিত হবে বলেও তিনি জানান। এর আগে প্রকাশিত খবরে ইঙ্গিত ছিল যে, এই ভ্যাকসিনের ৮৫০ কোটি ডোজ উৎপাদনের জন্য ভারতের পাঁচটি ওষুধ কোম্পানির সঙ্গে সমঝোতা হয়েছে।
advertisement
advertisement
advertisement
আমেরিকার ফাইজার এবং ম়ডার্নার পর এই প্রতিষেধকের এখন পর্যন্ত সর্বোচ্চ এফিকেসি— ৯১.৬ শতাংশ। রুশ স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, ০.১ শতাংশ পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভবনা রয়েছে এই প্রতিষেধক থেকে। ভারতীয় প্রস্তুতকারীরা এখনও গবেষণার তৃতীয় পর্বে রয়েছে। মস্কোর প্রস্তুতকারীরা দাবি করেছে, ব্রিটেন স্ট্রেনে সবচেয়ে বেশি কার্যকরী এই প্রতিষেধক।
advertisement
বিশ্বজুড়ে ১০ ডলার মানে ৭৫০ টাকার দাম রেখেছে প্রস্তুতকারীরা। তবে ভারতে ঠিক কতটা খরচ প়ড়বে, সেটা এখনও পরিষ্কার নয়। রাসিয়া ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ভারতে হাত মিলিয়েছে ৫টি ওষুধের সংস্থার সঙ্গে। গ্ল্যান্ড ফার্মা, হেটেরো বায়োফার্মা, প্যানাকিয়া বায়োটেক, স্টেলিস বায়োফার্মা এবং ভিরচো বায়োটেকের সঙ্গে। বছরে ৮৫ কোটির কাছাকাছি প্রতিষেধক তৈরি হবে এই পাঁচ সংস্থার মাধ্যমে।
advertisement
যথেষ্ট গবেষণা না করে সময়ের আগে এই প্রতিষেধক বাজারে আনা হয়েছিল বলে প্রথমে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছিল স্পুটনিক ভি নিয়ে। তবে ল্যানসেট প্রত্রিকা এই প্রতিষেধক নিরাপদ প্রকাশ করার পর সেই ভীতি কিছু হলেও কমেছে। ইরান, ভিয়েটনাম, ক্যামেরুন, গাজার মতো ৬০ টি দেশে স্বীকৃতি পেয়েছে এই প্রতিষেধক। তবে ব্রাজিল, স্লোভাকিয়ার মতো বেশ কিছু দেশ থেকে পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে স্বীকৃত হয়নি স্পুটনিক ভি। লেভাডা সেন্টারের সমীক্ষা অনুযায়ী, রুশে বহু মানুষই এই প্রতিষেধক নিতে অনিচ্ছুক।