স্যানিটাইজারে মারাত্মক রাসায়নিক, ঘটতে পারে অন্ধত্ব! নিজের ব্যবহৃত স্যানিটাইজার পরীক্ষা করুন এভাবে...

Last Updated:
বিভিন্ন জায়গা থেকে এই স্যানিটাইজারের বোতল নেওয়া হয়৷ দেখার উদ্দেশ্য ছিল, যা লেখা রয়েছে বোতলের ওপর অর্থাৎ যে নিয়মাবলীতে স্যানিটাইজার থাকা উচিৎ, তা রয়েছে কিনা৷ কিন্তু সেখানেই চূড়ান্ত ভেজাল৷
1/6
▪️করোনা নিয়ে সচেতনায় বেড়েছে স্যানিটাইজার ব্যবহার৷ শুধু হাতে নয়, স্যানিটাইজার স্প্রে নিয়ে জীবাণু মুক্ত করার কাজ চলছে নিত্যপ্রয়োজনীয় সব কিছুই৷ তবে সেই সব স্যানিটাইজার কতটা সঠিক? সেই পরীক্ষা করতে গিয়েই মাথায় হাত কনজিউমার গাইডেন্স সোসাইটি অব ইন্ডিয়ার৷
▪️করোনা নিয়ে সচেতনায় বেড়েছে স্যানিটাইজার ব্যবহার৷ শুধু হাতে নয়, স্যানিটাইজার স্প্রে নিয়ে জীবাণু মুক্ত করার কাজ চলছে নিত্যপ্রয়োজনীয় সব কিছুই৷ তবে সেই সব স্যানিটাইজার কতটা সঠিক? সেই পরীক্ষা করতে গিয়েই মাথায় হাত কনজিউমার গাইডেন্স সোসাইটি অব ইন্ডিয়ার৷
advertisement
2/6
▪️বাজার চলতি ১২২টি স্যাম্পেলের মধ্যে ৫টিতে মিলেছে মারণ টক্সিক মিথেনল! এর মধ্যে ৪৫টির বোতলে যা লেখা রয়েছে, তার সঙ্গে বোতলের ভিতর থাকা স্যানিটাইজারের কোনও মিল নেই! ৪ শতাংশের মধ্যেই রয়েছে টক্সিক মিথেনল যাতে ক্ষতি হতে পারে অপটিক নার্ভের৷ ফলে নেমে আসতে পারে অন্ধত্ব!
▪️বাজার চলতি ১২২টি স্যাম্পেলের মধ্যে ৫টিতে মিলেছে মারণ টক্সিক মিথেনল! এর মধ্যে ৪৫টির বোতলে যা লেখা রয়েছে, তার সঙ্গে বোতলের ভিতর থাকা স্যানিটাইজারের কোনও মিল নেই! ৪ শতাংশের মধ্যেই রয়েছে টক্সিক মিথেনল যাতে ক্ষতি হতে পারে অপটিক নার্ভের৷ ফলে নেমে আসতে পারে অন্ধত্ব!
advertisement
3/6
▪️৩১ অগাস্ট একটি রিপোর্ট পেশ করে কনজিউমার গাইডেন্স সোসাইটি অব ইন্ডিয়া বা CGSI৷ মুম্বই, থানে, নবি মুম্বই এবং মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে এই স্যানিটাইজারের বোতল নেওয়া হয়৷ দেখার উদ্দেশ্য ছিল, যা লেখা রয়েছে বোতলের ওপর অর্থাৎ যে নিয়মাবলীতে স্যানিটাইজার থাকা উচিৎ, তা রয়েছে কিনা৷ কিন্তু সেখানেই চূড়ান্ত ভেজাল৷
▪️৩১ অগাস্ট একটি রিপোর্ট পেশ করে কনজিউমার গাইডেন্স সোসাইটি অব ইন্ডিয়া বা CGSI৷ মুম্বই, থানে, নবি মুম্বই এবং মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে এই স্যানিটাইজারের বোতল নেওয়া হয়৷ দেখার উদ্দেশ্য ছিল, যা লেখা রয়েছে বোতলের ওপর অর্থাৎ যে নিয়মাবলীতে স্যানিটাইজার থাকা উচিৎ, তা রয়েছে কিনা৷ কিন্তু সেখানেই চূড়ান্ত ভেজাল৷
advertisement
4/6
▪️করোনা সময় ওষুধের দোকান ছাড়াও প্রচুর দোকান বিক্রি করছে এই সব জিনিস৷ এবং সেখানেই অনুপস্থিত প্রয়োজনীয় বিধিনিষেধ!ব্যবহার করা হচ্ছে মিথানল৷
▪️করোনা সময় ওষুধের দোকান ছাড়াও প্রচুর দোকান বিক্রি করছে এই সব জিনিস৷ এবং সেখানেই অনুপস্থিত প্রয়োজনীয় বিধিনিষেধ!ব্যবহার করা হচ্ছে মিথানল৷
advertisement
5/6
▪️কতটা সর্বনাশা এই মিথানল? এটি শরীরে বিশেষ করে লিভারে মিশে তৈরি করে ফর্মিক অ্যাসিড এবং ফরম্যালডেহাইড যাতে চোখের জ্ব্যোতি চলে যেতে পারে৷ শরীরে মিশে ধীরেধীরে শুরু করে বিষক্রিয়া৷ মাথা ধরা, ঝিমঝিম ভাব, বমি বমি ভাব, চোখে আবছা দেখা থেকে অন্ধত্ব, কোমা এমনকী মৃত্যুও পর্যন্ত হতে পারে৷
▪️কতটা সর্বনাশা এই মিথানল? এটি শরীরে বিশেষ করে লিভারে মিশে তৈরি করে ফর্মিক অ্যাসিড এবং ফরম্যালডেহাইড যাতে চোখের জ্ব্যোতি চলে যেতে পারে৷ শরীরে মিশে ধীরেধীরে শুরু করে বিষক্রিয়া৷ মাথা ধরা, ঝিমঝিম ভাব, বমি বমি ভাব, চোখে আবছা দেখা থেকে অন্ধত্ব, কোমা এমনকী মৃত্যুও পর্যন্ত হতে পারে৷
advertisement
6/6
 ▪️তাই CGSI-র মতে স্যানিটাইজারের থেকেও সাবানের ওপর বেশি গুরুত্ব দিন৷ যদি সব সময় সেটা না মেলে তাহলে একমাত্র ৬০ শতাংশ অ্যালকহল রয়েছে এমন স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে৷
▪️তাই CGSI-র মতে স্যানিটাইজারের থেকেও সাবানের ওপর বেশি গুরুত্ব দিন৷ যদি সব সময় সেটা না মেলে তাহলে একমাত্র ৬০ শতাংশ অ্যালকহল রয়েছে এমন স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে৷
advertisement
advertisement
advertisement