করোনা ভাইরাস সারা পৃথিবীতে থাবা বসিয়েছে ছয় মাস পেরিয়ে গেল ৷ সারা পৃথিবী থেকে সারা দেশ সব জায়গাতেই সংক্রমিতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ আমেরাকি, রাশিয়া, হ্রিটেন, প্রথম প্রথম বিশ্বের দেশগুলি এই অতিমারী-র সামনে অসহায় প্রমাণিত হয়েছে ৷ সারা পৃথিবীতে এই মারণ রোগে ৪.৭২ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ৷ সারা পৃথিবীতে থেকে মোট দেড় লক্ষের কাছাকাছি নতুুন করে সংক্রমণের খবর সামনে আসছে ৷
২১ জুন সারা পৃথিবীতে করোনা পজিটিভের সংখ্যা ৯১ লক্ষ পেরিয়ে গেছে ৷ ওয়ার্ল্ডমিটারের হিসাব অনুযায়ী সোমবার রাত অনুযায়ী সংক্রমিতের সংখ্যা ৯১.০২ লক্ষ ৷ আর ৮.৮০ লক্ষ নতুন কেস এলেই সংখ্যা পৌঁছে যাবে কোটিতে ৷ ১৫ থেকে ২০ জুন - এই পাঁচ দিনের মধ্যে ৯ লক্ষ নতুন সংক্রমণের খবর এসেছে ৷ ফলে এই গতিতে বাড়লে ২৭জুনের মধ্যে সারা পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি হয়ে যাবে ৷