

লকডাউনের চতুর্থ পর্বে ভারত ৷ রবিবারই এই পর্ব শেষ হওয়ার কথা ৷ এই অবস্থায় করোনা ভাইরাস থেকে সেরে ওঠা রোগীদের ক্ষেত্রে নতুন রেকর্ড করে ফেলল ৷ গত চব্বিশ ঘণ্টায় ১১, ২৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন ৷ স্বাস্থ্যমন্ত্রকের সম্প্রতি প্রকাশিত তথ্যে এই ভালো খবর সামনে এসেছে ৷সারা পৃথিবীতে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর যা সংখ্যা তা বেশ কম, এমনটাই জানিয়েছে মন্ত্রক ৷ সারা পৃথিবীর করোনায় মৃত্যুর চেয়ে অনেকটাই ভালো জায়গায় আছে ভারত ৷Photo- File


সুস্থ হয়ে ওঠার পর ৪৭ % করোনা ভাইরাস আক্রান্ত রোগী ইতিমধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন ৷ ভারতে যেরকমভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিক তেমনিই আশার কথা সুস্থ হয়ে ওঠার গতিও ভারতের রোজই বাড়ছে ৷ সারা দেশে আক্রান্তের সংখ্যা ১৭৩, ৭৬৩ ৷ Photo- File


জানুয়ারির ৩০ তারিখ ভারতে প্রথম কোভিড ১৯ সংক্রমণের ঘটনা সামনে আসে ৷ কেরলে প্রথম পজিটিভ পাওয়া যায় ৷ এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চের শেষ সপ্তাহ থেকে দেশে লকডাউন জারি করেন ৷ মার্চের শেষ সপ্তাহে শুরু হওয়া লকডাউন মে মাসের ৩১ অবধি আপাতত জারি আছে ৷Photo- File


করোনা ভাইরাসের জেরে লকডাউনের অবস্থায় দেশের অর্থনীতি একেবারে তলানিতে ৷ সারা দেশে বিভিন্ন পর্বে লকডাউনের সব সীমা ধীরে ধীরে শিথিল করা হয়েছে ৷ এখন বিভিন্ন রাজ্য নিজেদের রেড, অরেঞ্জ, গ্রিন জোন চিহ্নিত করে ৷ স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকার ভিত্তিতেই সেই জোন ভাগ হয় ৷ মার্চের ২৫ তারিখ সুস্থ হয়ে ওঠার হার ৭.১০ %৷ স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়ালের দাবি, এর জন্যেই সারা দেশে লকডাউন চাপানো হয় ৷Photo- File


সঠিক সময়ে কোভিডের চিহ্নিতকরণ পাশাপাশি লকডাউনের জন্য ভারতে সেরে ওঠার পরিসংখ্যান এতটাই ভালো ও আশাব্যঞ্জক ৷ এই সময়ে করোনা ভাইরাসে সবচেয়ে খারাপভাবে আক্রান্ত মহারাষ্ট্র ৷ শুক্রবারের হিসেবে শুধু সেই রাজ্যেই আক্রান্তের সংখ্যা ৬০ হাজার পেরিয়েছে ৷ তবে আক্রান্ত হওয়ার পাশাপাশি সেরে ওঠার হারও এখানে বেশ ভালো ৷ ইতিমধ্যেই সেখানে ৮,৩৮১ জন করোনা থেকে সেরে উঠেছে গত ২৪ ঘণ্টায়৷ এর ফলে গোটা রাজ্যে করোনা সংক্রমণ থেকে সেরে উঠলেন ২৬,৯৯৭৷Photo- File


সারা ভারতের মধ্যে পঞ্জাবের সুস্থ হয়ে ওঠার হার সবচেয়ে ভালো ৷ ২,১৯৭ জনের মধ্যে ১৯৪৯ জন সেরে উঠেছেন ৷ করোনাভাইরাসের জেরে সারা ভারতে এখনও অবধি ৪,৯৭১ জন মারা গেছেন ৷ শুক্রবারই সারা দেশে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি ৷ গত ২৪ঘণ্টায় সবচেয়ে বেশি মৃৃত্যু হয়েছে সেই সংখ্যাটা- ২৬৫ ৷ মহারাষ্ট্রে মারা গেছেন ১১৬ জন ৷Photo- File