▪️প্রথম থেকে অনিশ্চিত ছিল এবারের পুরীর রথযাত্রা ৷ প্রতিবার অক্ষয় তৃতীয়ার নতুন রথ তৈরি শুরু হলেও, এবার তা করা যায়নি৷ যদিও পরবর্তীতে রথ তৈরি শুরু হলেও, সেই রথ শুধুমাত্র মন্দিরের ভিতরে টানা হবে এমনই সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি৷ তবে সেই আশাও আপাতত শেষ৷