▪️বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর এটা স্পষ্ট যে এবছর পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব হচ্ছে না৷ এরফলে খাঁ খাঁ করছে পুরী চত্বর৷
advertisement
2/5
▪️করোনা মহামারীর সময় কোনও রকম জমায়েত খুবই বিপজ্জনক৷ তাই সেই রীতির পক্ষে মত দিলে স্বয়ং জগন্নাথদেবও ক্ষমা করবেন না বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে৷
advertisement
3/5
▪️এবার স্নান যাত্রার সময় কোনও ভক্ত উপস্থিত ছিলেন না৷ শুধুমাত্র সেবায়েতরা মিলে পালন করেন এই উৎসব৷ কোনও রকম ভিড় এড়াতে মন্দির চত্বরে জারি হয় ১৪৪ ধারাও৷
advertisement
4/5
▪️প্রথম থেকে অনিশ্চিত ছিল এবারের পুরীর রথযাত্রা নিয়ে৷ প্রতিবার অক্ষয় তৃতীয়ার নতুন রথ তৈরি শুরু হলেও, এবার তা করা যায়নি৷ যদিও পরবর্তীতে রথ তৈরি শুরু হলেও, সেই রথ শুধুমাত্র মন্দিরের ভিতরে টানা হবে এমনই সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি৷ তবে সেই আশাও আপাতত শেষ৷
advertisement
5/5
▪️পুরীর ইতিহাসে এই প্রথম রথযাত্রায় টানা হবে না জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথ৷ তাই খাঁ খাঁ করছে মন্দির চত্বর৷