বড় সাফল্য অক্সফোর্ডের ! সব ঠিক থাকলে বছর শেষেই মিলবে করোনার ভ্যাক্সিন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এই প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্তে পর্যায় পৌঁছল কোনও করোনা ভাইরাসের ভ্যাক্সিন
বড় সাফল্য ! অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও AstraZeneca Plc. -এর প্রস্তুত করা করোনার ভ্যাক্সিন প্রথম, দ্বিতীয় ট্রায়াল পার করেছিল আগেই, এবার ব্রিটেনে তৃতীয় ও চূড়ান্ত ট্রায়ালেও সাফল্য মিলবে বলে আশাবাদি ভাইরোলজিস্ট সারা গিলবার্টের টিম। এই প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্তে পর্যায় পৌঁছল কোনও করোনা ভাইরাসের ভ্যাক্সিন। representative image
advertisement
advertisement
ChAdOx1 ভাইরাস থেকে বানানো হয় করোনার এই ভ্যাক্সিন। এটি একটি সাধারণ সর্দিকাশি বা কমন কোল্ডের ভাইরাস, শিম্পাঞ্জির শরীরে সংক্রমণ ঘটায়। এই ভাইরাসের মধ্যে জিনগত পরিবর্তণ করা হয়েছে, যাতে মানব শরীরে কোনও সংক্রমণ না ঘটায়, বরং, বি-কোষ ও টি-কোষ উদ্দীপিত করে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করে। representative image
advertisement
advertisement
advertisement
ডিএনএ ভ্যাক্সিনের প্রথম হিউম্যান ট্রায়াল শুরু হয় এপ্রিল মাসে। প্রথম দু'জনের শরীরে ইনজেক্ট করা হয় প্রতিষেধক। এরমধ্যে একজন মহিলা বিজ্ঞানী এলিসা গ্রানাটো। এরপর দুটো দলে ভাগ করে আরও ৮০০ জনকে এই ভ্যাক্সিন দেওয়া হয়। ভ্যাক্সিন ট্রায়ালের দায়িত্বে ছিলেন ভাইরোলজিস্ট সারা গিলবার্ট, অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড, অধ্যাপক অ্যাড্রিয়ান হিল, টেরেসা লাম্বে, ডক্টর স্যান্ডি ডগলাস ও জেন্নার ইনস্টিটিউটের গবেষকরা।