Needle Free Vaccine : থাকছে না পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়! ইঞ্জেকশন ছাড়াই দেওয়া যাবে ZyCoV-D ভ্যাকসিন...

Last Updated:
Needle Free Vaccine : এই বিশেষ মডেলটির নাম 'ট্রপিস' (Tropis)। এই অভিনব মডেলটি ২০১৭ সালে ইউরোপে রেগুলেটরি অ্যাপ্রুভাল পেয়েছিল।
1/7
Zydus Cadila-র ZyCoV-D ভ্যাকসিন ভারতীয়দের ওপর প্রয়োগ করার জন্য জরুরি ভিত্তিক অনুমোদন পেয়েছে। ZyCoV-D বিশ্বের প্রথম DNA ভ্যাকসিন। যা মানবদেহে প্রয়োগের সময় নিডল-ফ্রি বা সূচবিহীন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।
Zydus Cadila-র ZyCoV-D ভ্যাকসিন ভারতীয়দের ওপর প্রয়োগ করার জন্য জরুরি ভিত্তিক অনুমোদন পেয়েছে। ZyCoV-D বিশ্বের প্রথম DNA ভ্যাকসিন। যা মানবদেহে প্রয়োগের সময় নিডল-ফ্রি বা সূচবিহীন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
2/7
বিশেষজ্ঞদের মতে এই ভ্যাকসিন প্রক্রিয়া অনেকটা নিরাপদ। এটি DNA ভ্যাকসিন হওয়ার ফলে শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। অন্যগুলির মতো দু'টি ডোজের ভ্যাকসিন এটি নয়। এটি তিনটি ডোজের ভ্যাকসিন।
বিশেষজ্ঞদের মতে এই ভ্যাকসিন প্রক্রিয়া অনেকটা নিরাপদ। এটি DNA ভ্যাকসিন হওয়ার ফলে শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। অন্যগুলির মতো দু'টি ডোজের ভ্যাকসিন এটি নয়। এটি তিনটি ডোজের ভ্যাকসিন।
advertisement
3/7
Zydus Cadila-র ZyCoV-D প্রয়োগের জন্য কলোরাডোর সংস্থা ফার্মা জেটের (Pharma Jet) তৈরি নিডল-ফ্রি মডেলের ব্যবহার করা হবে। এই বিশেষ মডেলটির নাম 'ট্রপিস' (Tropis)। এই অভিনব মডেলটি২০১৭ সালে ইউরোপে রেগুলেটরি অ্যাপ্রুভাল পেয়েছিল।
Zydus Cadila-র ZyCoV-D প্রয়োগের জন্য কলোরাডোর সংস্থা ফার্মা জেটের (Pharma Jet) তৈরি নিডল-ফ্রি মডেলের ব্যবহার করা হবে। এই বিশেষ মডেলটির নাম 'ট্রপিস' (Tropis)। এই অভিনব মডেলটি২০১৭ সালে ইউরোপে রেগুলেটরি অ্যাপ্রুভাল পেয়েছিল।
advertisement
4/7
এই 'ট্রপিস' মডেলটির দ্বারা ভ্যাকসিন প্রয়োগের সময় ব্যথা অনুভব হবে না। কারণ, এই প্রযুক্তিতে সূচের ব্যবহার না করে ভ্যাকসিন প্রয়োগ করা হবে, যার জন্য তরল ভ্যাকসিনকে উচ্চ চাপের দ্বারা প্রয়োগ করবে 'ট্রপিস'। মডেলটিতে তিনটি উপাদান রয়েছে।
এই 'ট্রপিস' মডেলটির দ্বারা ভ্যাকসিন প্রয়োগের সময় ব্যথা অনুভব হবে না। কারণ, এই প্রযুক্তিতে সূচের ব্যবহার না করে ভ্যাকসিন প্রয়োগ করা হবে, যার জন্য তরল ভ্যাকসিনকে উচ্চ চাপের দ্বারা প্রয়োগ করবে 'ট্রপিস'। মডেলটিতে তিনটি উপাদান রয়েছে।
advertisement
5/7
 ১. ইনজেক্টর ২. নিডল-ফ্রি সিরিঞ্জ ৩. একটি ফিলিং অ্যাডাপ্টার। ভ্যাকসিন দেওয়া হবে সহজ চারটি ধাপে। প্রথমে ইনজেক্টর তৈরি করতে হবে। এর পর সিরিঞ্জে তরল ভ্যাকসিন নিতে হবে। ইনজেক্টর সঠিক ভাবে লোড হয়েছে কি না দেখে নিয়ে, শরীরের নির্দিষ্ট অংশে প্রয়োগ করতে হবে।
 ১. ইনজেক্টর ২. নিডল-ফ্রি সিরিঞ্জ ৩. একটি ফিলিং অ্যাডাপ্টার। ভ্যাকসিন দেওয়া হবে সহজ চারটি ধাপে। প্রথমে ইনজেক্টর তৈরি করতে হবে। এর পর সিরিঞ্জে তরল ভ্যাকসিন নিতে হবে। ইনজেক্টর সঠিক ভাবে লোড হয়েছে কি না দেখে নিয়ে, শরীরের নির্দিষ্ট অংশে প্রয়োগ করতে হবে।
advertisement
6/7
এই নিডল-ফ্রি ইনজেক্টর মডেলটি ব্যবহারের জন্য স্বাস্থ্যকর্মীদের প্রথমে প্রশিক্ষণ নিতে হবে। এই ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। সূচের দ্বারা ভ্যাকসিন দেওয়ার সময় দুর্ঘটনাবশত তা স্বাস্থ্যকর্মীদের হাতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। ভ্যাকসিন গ্রহণকারী ভয় পেয়ে কোনও দুর্ঘটনা ঘটাতে পারেন, কিন্তু নিডল-ফ্রি ব্যবস্থায় এমন কিছু হওয়া সম্ভাবনা নেই।
এই নিডল-ফ্রি ইনজেক্টর মডেলটি ব্যবহারের জন্য স্বাস্থ্যকর্মীদের প্রথমে প্রশিক্ষণ নিতে হবে। এই ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। সূচের দ্বারা ভ্যাকসিন দেওয়ার সময় দুর্ঘটনাবশত তা স্বাস্থ্যকর্মীদের হাতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। ভ্যাকসিন গ্রহণকারী ভয় পেয়ে কোনও দুর্ঘটনা ঘটাতে পারেন, কিন্তু নিডল-ফ্রি ব্যবস্থায় এমন কিছু হওয়া সম্ভাবনা নেই।
advertisement
7/7
নিডল-ফ্রি সিরিঞ্জগুলি সম্পূর্ণ জীবাণুমুক্ত, একবারের বেশি দু'বার ব্যবহার করা যাবে না। সিরিঞ্জগুলিতে অটো-ডিজএবেলিংয়ের সুবিধা রয়েছে। এর মানে ডিসপোজেবল সিরিঞ্জের ক্ষেত্রে দ্বিতীয় বার ব্যবহারের যে ভয় থাকত তা এই প্রযুক্তিতে একেবারেই থাকছে না। ফলে সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকছে না।
নিডল-ফ্রি সিরিঞ্জগুলি সম্পূর্ণ জীবাণুমুক্ত, একবারের বেশি দু'বার ব্যবহার করা যাবে না। সিরিঞ্জগুলিতে অটো-ডিজএবেলিংয়ের সুবিধা রয়েছে। এর মানে ডিসপোজেবল সিরিঞ্জের ক্ষেত্রে দ্বিতীয় বার ব্যবহারের যে ভয় থাকত তা এই প্রযুক্তিতে একেবারেই থাকছে না। ফলে সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকছে না।
advertisement
advertisement
advertisement