সোমবার থেকে লকডাউনের চতুর্থ দফায় প্রবেশ করেছে দেশ ৷ চতুর্থ দফায় শর্তসাপেক্ষে অফিস খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র ৷ কিন্তু করোনার কারণে আর কোনও কিছুই একই নেই ৷ অফিসের কর্মীদের জন্য কিছু স্বাস্থ্যবিধি ও গাইডলাইন তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রক ৷ অফিসে এই নিয়ম না মানলেই দিতে হবে বড়সড় জরিমানা ৷
2/ 8
স্বাস্থ্য মন্ত্রকের জারি করা গাইডলাইন অনুযায়ী, অফিসে কর্মীদের মানতে হবে সামাজিক দূরত্ব ৷ প্রত্যেক কর্মীকে একে অপরের থেকে অন্তত এক মিটার দূরত্ব রেখে বসতে হবে ৷
3/ 8
অফিসের ভিতরেও মুখে মাস্ক পরা বাধ্যতামূলক ৷ হাঁচি বা কাশির সময় মুখ ঢাকতে হবে ৷
4/ 8
এবার থেকে অফিসে থুতু ফেলা নিষিদ্ধ, থুতু ফেললেই দিতে হবে মোটা টাকার জরিমানা
5/ 8
অফিসে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার থাকা আবশ্যক ৷ কিছুক্ষণ পরে পরেই সাবান অথবা স্যানিটাইজ দিয়ে হাত পরিষ্কার করার কথা বলেছে স্বাস্থ্যমন্ত্রক ৷
6/ 8
অফিস আসার সময় পাবলিক প্লেসে সাবধান হতে হবে ৷ কোনও জিনিস ছুঁলে সঙ্গে সঙ্গে হাত ধোওয়া বা স্যানিটাইজ করা প্রয়োজন ৷
7/ 8
অসুস্থ হলে তৎক্ষণাৎ লোকাল প্রশাসন ও অফিসকে অবশ্যই জানাতে হবে ৷photo source collected
8/ 8
অফিসে কারোর করোনা সংক্রমণ হলে সঙ্গে সঙ্গে তা সিল করে স্যানিটাইজ করতে হবে ৷ শেষ ৪৮ ঘণ্টায় তিনি যেখানে যেখানে গিয়েছেন, বসেছেন- সমস্ত জায়গা disinfect করা সম্পূর্ণ হলেই কাজ শুরু করা যেতে পারে ৷
সোমবার থেকে লকডাউনের চতুর্থ দফায় প্রবেশ করেছে দেশ ৷ চতুর্থ দফায় শর্তসাপেক্ষে অফিস খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র ৷ কিন্তু করোনার কারণে আর কোনও কিছুই একই নেই ৷ অফিসের কর্মীদের জন্য কিছু স্বাস্থ্যবিধি ও গাইডলাইন তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রক ৷ অফিসে এই নিয়ম না মানলেই দিতে হবে বড়সড় জরিমানা ৷
স্বাস্থ্য মন্ত্রকের জারি করা গাইডলাইন অনুযায়ী, অফিসে কর্মীদের মানতে হবে সামাজিক দূরত্ব ৷ প্রত্যেক কর্মীকে একে অপরের থেকে অন্তত এক মিটার দূরত্ব রেখে বসতে হবে ৷
অফিসে কারোর করোনা সংক্রমণ হলে সঙ্গে সঙ্গে তা সিল করে স্যানিটাইজ করতে হবে ৷ শেষ ৪৮ ঘণ্টায় তিনি যেখানে যেখানে গিয়েছেন, বসেছেন- সমস্ত জায়গা disinfect করা সম্পূর্ণ হলেই কাজ শুরু করা যেতে পারে ৷