উত্তর-পূর্ব ভারতের প্রথম রূপান্তরকামী ডাক্তার ও করোনা যোদ্ধা ! নয়া নজির মণিপুরের বিয়ন্সির

Last Updated:
২৭ বছরের বিয়ন্সি শুধু মণিপুরের নন, গোটা উত্তর-পূর্ব ভারতেরই প্রথম রূপান্তরকামী ডাক্তার ৷
1/5
বিয়ন্সি লৈশরাম ৷ মণিপুরের এই রূপান্তরকামী ডাক্তার নতুন নজির গড়লেন ৷ তিনি ইম্ফলের শিজা হাসপাতাল ও রিসার্চ সেন্টারের করোনা রোগীদের চিকিৎসার দায়িত্বে আছেন ৷ নিজের জীবনের ঝুঁকি নিয়েই দিন-রাত ওই রোগীদের সেবার কাজে নেমেছেন বিয়ন্সি ৷
বিয়ন্সি লৈশরাম ৷ মণিপুরের এই রূপান্তরকামী ডাক্তার নতুন নজির গড়লেন ৷ তিনি ইম্ফলের শিজা হাসপাতাল ও রিসার্চ সেন্টারের করোনা রোগীদের চিকিৎসার দায়িত্বে আছেন ৷ নিজের জীবনের ঝুঁকি নিয়েই দিন-রাত ওই রোগীদের সেবার কাজে নেমেছেন বিয়ন্সি ৷
advertisement
2/5
 ২৭ বছরের বিয়ন্সি শুধু মণিপুরের নন, গোটা উত্তর-পূর্ব ভারতেরই প্রথম রূপান্তরকামী ডাক্তার ৷
২৭ বছরের বিয়ন্সি শুধু মণিপুরের নন, গোটা উত্তর-পূর্ব ভারতেরই প্রথম রূপান্তরকামী ডাক্তার ৷
advertisement
3/5
 বিয়ন্সি জানান, ‘‘ আমি যে ছেলে নই ৷ সেটা আমি বুঝতে পারি যখন আমি ইম্ফলের এইচআরডি অ্যাকাডেমি স্কুলের ক্লাস ৮-এ পড়ি ৷ যদিও নিজের আসল পরিচয় আমি সেসময়ে কখনও কাউকে জানাই নি ৷ যতদিন না এমবিবিএস-এর তৃতীয় বর্ষ শুরু হয় আমার ৷ ’’
বিয়ন্সি জানান, ‘‘ আমি যে ছেলে নই ৷ সেটা আমি বুঝতে পারি যখন আমি ইম্ফলের এইচআরডি অ্যাকাডেমি স্কুলের ক্লাস ৮-এ পড়ি ৷ যদিও নিজের আসল পরিচয় আমি সেসময়ে কখনও কাউকে জানাই নি ৷ যতদিন না এমবিবিএস-এর তৃতীয় বর্ষ শুরু হয় আমার ৷ ’’
advertisement
4/5
রূপান্তরকামী বলেই ডাক্তার হওয়ার পথটা খুব একটা মসৃণ ছিল না তাঁর কাছে ৷ তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট হলেন বিয়ন্সি ৷
রূপান্তরকামী বলেই ডাক্তার হওয়ার পথটা খুব একটা মসৃণ ছিল না তাঁর কাছে ৷ তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট হলেন বিয়ন্সি ৷
advertisement
5/5
বিয়ন্সি জানান, অনেক মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে তাঁকে ৷ ডাক্তার হওয়া ৷ নিজের কেরিয়ার গড়ার কাজটা একেবারেই সহজ ছিল না ৷ বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়-স্বজনদের অনেক কুকথাই শুনতে হয়েছে বিয়ন্সিকে ৷
বিয়ন্সি জানান, অনেক মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে তাঁকে ৷ ডাক্তার হওয়া ৷ নিজের কেরিয়ার গড়ার কাজটা একেবারেই সহজ ছিল না ৷ বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়-স্বজনদের অনেক কুকথাই শুনতে হয়েছে বিয়ন্সিকে ৷
advertisement
advertisement
advertisement