Black Fungus Death: নয়া আতঙ্ক মারণ ব্ল্যাক ফাঙ্গাস! আক্রান্ত পেরোল ২০০০! একাধিক রাজ্যে বাড়ছে মৃত্যু...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus) আক্রান্তদের ক্ষেত্রে মৃত্যু হার প্রায় ৫০ শতাংশ। আক্রান্ত পেরোল ২০০০, বাড়ছে মৃতের সংখ্যা। ১২ ঘণ্টায় জয়পুরে ১৪ জন নতুন করে সংক্রামিত হয়েছেন।
advertisement
advertisement
*মহারাষ্ট্রের পাশাপাশি সোমবার প্রথম মিউকরমাইকোসিস (Black fungus) আক্রান্তের সন্ধান মিলেছে ওড়িশায়। জাজপুরের বাসিন্দা এক ৭১ বছরের করোনা আক্রান্ত শরীরে নয়া সংক্রমণ লক্ষ্য করা যায়। তাঁর ব্লাড সুগার রয়েছে অত্যধিক মাত্রায়। এ ছাড়াও দিল্লি, গুজরাতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাঁর চিকিৎসা চলছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*তবে এই মিউকরমাইকোসিস সংক্রমণ নতুন কিছু নয়। করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল, তখন অনেকেই আক্রান্ত হয়েছিলেন এই ফাঙ্গাসে। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে তাঁরা আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু এ বারে করোনা আক্রান্তের ব্লাড সুগারের মাত্রা অত্যধিক বেশি থাকলে এবং দীর্ঘদিন হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন থাকলে সংক্রামিত হচ্ছেন। সংগৃহীত ছবি।