করোনা সংক্রমণে বিধ্বস্ত বিশ্ব ৷ সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ করোনার থাবা মুক্ত নন কেউই ৷ এমন সময় আশার খবর শোনালেন পপ ডিভা ম্যাডোনা ৷ করোনার সঙ্গে লড়াইয়ের অস্ত্র মিলল তাঁর শরীরে
advertisement
2/5
লাখ লাখ ভক্তের হৃদয়ে যার গান ঝড় তোলে, যার স্টাইলে মাত গোটা বিশ্ব ৷ তার শরীরে এবার মিলল করোনা অ্যান্টিবডি ৷ ইনস্টাগ্রামে ভক্তদের নিজেই একথা জানিয়েছে ম্যাডোনা ৷
advertisement
3/5
ম্যাডোনা তাঁর ইনস্টাগ্রাম টিভিতে ‘কোয়ারেন্টাইন ডায়েরি’ সিরিজের ১৪ তম এপিসোডে নিজের করোনা অ্যান্টিবডি টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান ৷ করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য বহু দিন ধরেই সেল্ফ কোয়ারেন্টাইনে আছেন ম্যাডোনা ৷
advertisement
4/5
ইনস্টা হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশে ডিভা ম্যাডোনা বলেন, ‘এবার আমি কোভিড ১৯ বাতাসে নিশ্বাস নিতে তৈরি ৷ আমার টেস্ট রিপোর্ট বলছে আমার শরীরে করোনা অ্যান্টিবডি রয়েছে ৷ তাই কাল গাড়ি নিয়ে লং ড্রাইভে যাব আর বাইরের মুক্ত হাওয়া খাব ৷’
advertisement
5/5
উল্লেখ্য, আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশন (CDC)-এর মতে, এই অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে জানা যায়, কোনও ব্যক্তি সংক্রামিত কারোর সংস্পর্শে এসেছে কিনা এবং তার শরীরে সংক্রমণের সঙ্গে লড়ার জন্য দরকারি প্রোটিন সেল আছে কিনা ৷