Lockdown Challenge: ‘ঘরে থাকুন সুস্থ থাকুন...’ দেখে নিন ঘরবন্দির হাল-হকিকত

Last Updated:
1/8
ছুটি কার না ভাল লাগে ৷ দৈনন্দিন কাজ থেকে বিরতি প্রত্যেকেই চান ৷ কিন্তু একটানা বেশি সময় ধরে যে কোনও কিছুই ভাল লাগে না ৷ এই লকডাউনই তার প্রমাণ ৷
ছুটি কার না ভাল লাগে ৷ দৈনন্দিন কাজ থেকে বিরতি প্রত্যেকেই চান ৷ কিন্তু একটানা বেশি সময় ধরে যে কোনও কিছুই ভাল লাগে না ৷ এই লকডাউনই তার প্রমাণ ৷
advertisement
2/8
একটানা এতদিনের ‘ছুটি’-তে সবাই ক্লান্ত ৷ প্রত্যেকেই এখন ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ৷
একটানা এতদিনের ‘ছুটি’-তে সবাই ক্লান্ত ৷ প্রত্যেকেই এখন ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ৷
advertisement
3/8
তবে লকডাউনের একটা ভাল দিকও রয়েছে ৷ সেটা হল, সবাই এখন পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারছেন ৷ যা দৈনন্দিন কাজের ব্যস্ততায় সম্ভব হয়ে ওঠে না ৷ বাবা-মা, স্ত্রী, ছেলে-মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যরা সবাই একসঙ্গে রয়েছেন ৷ নিশ্চয় সমস্যা বাড়ছে, কিন্তু পরিবারের সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটানোর সুযোগটাই বা আর কতটা পাওয়া যায় ৷
তবে লকডাউনের একটা ভাল দিকও রয়েছে ৷ সেটা হল, সবাই এখন পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারছেন ৷ যা দৈনন্দিন কাজের ব্যস্ততায় সম্ভব হয়ে ওঠে না ৷ বাবা-মা, স্ত্রী, ছেলে-মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যরা সবাই একসঙ্গে রয়েছেন ৷ নিশ্চয় সমস্যা বাড়ছে, কিন্তু পরিবারের সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটানোর সুযোগটাই বা আর কতটা পাওয়া যায় ৷
advertisement
4/8
করোনার জেরে দীর্ঘদিনের লকডাউনে সবার লাইফস্টাইলেও অনেক পরিবর্তন এসেছে ৷ রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হলে যেতে না পারার দুঃখ হয়তো সবারই রয়েছে ৷ কিন্তু সেটা যখন সম্ভব হচ্ছে না, তার সঙ্গে মানিয়ে নিতেও সবাই এতদিনে শিখে গিয়েছেন ৷
করোনার জেরে দীর্ঘদিনের লকডাউনে সবার লাইফস্টাইলেও অনেক পরিবর্তন এসেছে ৷ রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হলে যেতে না পারার দুঃখ হয়তো সবারই রয়েছে ৷ কিন্তু সেটা যখন সম্ভব হচ্ছে না, তার সঙ্গে মানিয়ে নিতেও সবাই এতদিনে শিখে গিয়েছেন ৷
advertisement
5/8
নিউজ১৮ বাংলার শেয়ারচ্যাটে অনেকেই লকডাউনে তাঁদের পরিবারের সঙ্গে এখন কীভাবে সময় কাটাচ্ছেন, তার ছবি পাঠিয়েছেন ৷ যার মধ্যে বেশ কয়েকটি তুলে ধরা হল ওয়েবসাইটের পেজে ৷
নিউজ১৮ বাংলার শেয়ারচ্যাটে অনেকেই লকডাউনে তাঁদের পরিবারের সঙ্গে এখন কীভাবে সময় কাটাচ্ছেন, তার ছবি পাঠিয়েছেন ৷ যার মধ্যে বেশ কয়েকটি তুলে ধরা হল ওয়েবসাইটের পেজে ৷
advertisement
6/8
বার্তা সবার একটাই, ‘ ঘরে থাকুন, সুস্থ থাকুন ৷ বিজ্ঞান আজ নয় একা ৷ সভ্যতা যে আজ তারই সাথে ৷ নতুন সকালে হবে দেখা ৷’
বার্তা সবার একটাই, ‘ ঘরে থাকুন, সুস্থ থাকুন ৷ বিজ্ঞান আজ নয় একা ৷ সভ্যতা যে আজ তারই সাথে ৷ নতুন সকালে হবে দেখা ৷’
advertisement
7/8
ছবি সৌজন্যে শেয়ার চ্যাট
ছবি সৌজন্যে শেয়ার চ্যাট
advertisement
8/8
ছবি সৌজন্যে শেয়ার চ্যাট
ছবি সৌজন্যে শেয়ার চ্যাট
advertisement
advertisement
advertisement