প্রত্যাশা মতোই দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ল আরও ১৪ দিন ৷ সোমবার থেকেই লাগু হচ্ছে চতুর্থ দফার লকডাউন ৷ ৩১ মে অবধি আপাতত লকডাউনের আওতায় গোটা দেশ ৷ সন্ধে ৭টা থেকে সকাল ৭টা অবধি এই দফায় জারি থাকবে নাইট কার্ফু ৷ গাইডলাইন জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে ৷ এই দফাতেও বন্ধ থাকবে কী কী আর ছাড় দেওয়া হচ্ছে কোন কোন ক্ষেত্রে ৷