

প্রত্যাশা মতোই দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ল আরও ১৪ দিন ৷ সোমবার থেকেই লাগু হচ্ছে চতুর্থ দফার লকডাউন ৷ ৩১ মে অবধি আপাতত লকডাউনের আওতায় গোটা দেশ ৷ সন্ধে ৭টা থেকে সকাল ৭টা অবধি এই দফায় জারি থাকবে নাইট কার্ফু ৷ গাইডলাইন জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে ৷ এই দফাতেও বন্ধ থাকবে কী কী আর ছাড় দেওয়া হচ্ছে কোন কোন ক্ষেত্রে ৷


এই দফায় ৬৫ বছরের উর্ধ্বে কোনও ব্যক্তি, গুরুতর অসুস্থ কেউ, গর্ভবর্তী মহিলা ও ১০ বছরের কম বয়সী শিশুদের বাইরে বেরনো চলবে না ৷ বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷


আগের তিন দফার মতো লকডাইনের চতুর্থ পর্যায়েও বন্ধ থাকছে সমস্ত ডোমেস্টিক, আন্তর্জাতিক বিমান চলাচল ৷ ৩১ মে অবধি শুধুমাত্র ডোমেস্টিক এয়ার অ্যাম্বুলেন্স উড়ানেই ছাড় দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷


চতুর্থ দফা লকডাউনেও শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়া কোনও ট্রেন চালানো হবে না ৷ ৩১ মে অবধি বন্ধ মেট্রো পরিষেবাও ৷


স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন অনুযায়ী বন্ধ থাকবে সমস্ত হোটেল, রেস্টুরেন্ট, মল, সিনেমা হল, সুইমিং পুল, জিম বন্ধই থাকবে ৷ স্পোর্টস কমপ্লেক্সের মতো জায়গা খোলার অনুমতি মিললেও সেখানে কোনও দর্শক আসতে পারবেন না৷