লকডাউনে ওদের ছুটি নয়... হার্বাল স্যানিটাইজার দিয়ে চার্লস, লিজাদের জীবাণুমুক্ত রাখছে ডগ স্কোয়াড

Last Updated:
যে পদ্ধতিতে তৈরি হচ্ছে ডগ স্কোয়াডের স্যানিটাইজার, সেই একই পদ্ধতিতে হার্বাল সানিটাইজার তৈরি করে সাধারণ মানুষও বাড়িতে ব্যবহার করতে পারেন বলে জানাচ্ছে আয়ুর্বেদিক কলেজ।
1/7
*লকডাউন চললেও ওদের ছুটি নেই। এর মধ্যেও ভিভিআইপি'দের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধীদের খুঁজে বের করার কাজে নিয়মিত ডিউটি পড়ছে ডগ স্কোয়াডের চার্লস, লিজাদের। তাই ডিউটিতে গিয়ে তারা যাতে কোনওভাবে রোগজীবাণুতে আক্রান্ত না হয় কিংবা শরীরে বহন না করে, সেজন্য হার্বাল স্যানিটাইজার তৈরি করল কলকাতা পুলিশের ডগ স্কোয়াড। নিয়মিত সেই হার্বাল স্যানিটাইজারে স্নান করিয়েই জীবাণুমুক্ত করা হচ্ছে ডগ স্কোয়াডের সদস্যদের। ছবি ও তথ্যঃ সুজয় পাল।
*লকডাউন চললেও ওদের ছুটি নেই। এর মধ্যেও ভিভিআইপি'দের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধীদের খুঁজে বের করার কাজে নিয়মিত ডিউটি পড়ছে ডগ স্কোয়াডের চার্লস, লিজাদের। তাই ডিউটিতে গিয়ে তারা যাতে কোনওভাবে রোগজীবাণুতে আক্রান্ত না হয় কিংবা শরীরে বহন না করে, সেজন্য হার্বাল স্যানিটাইজার তৈরি করল কলকাতা পুলিশের ডগ স্কোয়াড। নিয়মিত সেই হার্বাল স্যানিটাইজারে স্নান করিয়েই জীবাণুমুক্ত করা হচ্ছে ডগ স্কোয়াডের সদস্যদের। ছবি ও তথ্যঃ সুজয় পাল।
advertisement
2/7
*কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে এই মুহূর্তে বিভিন্ন প্রজাতির ৪৮ টি কুকুর রয়েছে। এদের মধ্যে এক্সপ্লোসিভ ডগ ও ক্রাইম ট্র্যাকার ডগেরই এখন নিয়মিত ডিউটি পড়ছে। এই লকডাউনের মাঝেও কখনও ভিভিআইপিদের ডিউটি, কখনও অপরাধী খুঁজে বার করার কাজে বেরোতে হচ্ছে তাদের। বিশেষজ্ঞদের মতে, কুকুর নিজে এই মারণ ভাইরাসে আক্রান্ত না হলেও, বাহক হিসেবে কাজ করতে পারে। তাই বাইরে বেরিয়ে কোনওভাবে তারা যাতে করোনা ভাইরাস বহন করে 'ঘরে' না আসতে পারে সে জন্যই বিশেষ হার্বাল স্যানিটাইজার তৈরি করেছে কলকাতা পুলিশ।
*কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে এই মুহূর্তে বিভিন্ন প্রজাতির ৪৮ টি কুকুর রয়েছে। এদের মধ্যে এক্সপ্লোসিভ ডগ ও ক্রাইম ট্র্যাকার ডগেরই এখন নিয়মিত ডিউটি পড়ছে। এই লকডাউনের মাঝেও কখনও ভিভিআইপিদের ডিউটি, কখনও অপরাধী খুঁজে বার করার কাজে বেরোতে হচ্ছে তাদের। বিশেষজ্ঞদের মতে, কুকুর নিজে এই মারণ ভাইরাসে আক্রান্ত না হলেও, বাহক হিসেবে কাজ করতে পারে। তাই বাইরে বেরিয়ে কোনওভাবে তারা যাতে করোনা ভাইরাস বহন করে 'ঘরে' না আসতে পারে সে জন্যই বিশেষ হার্বাল স্যানিটাইজার তৈরি করেছে কলকাতা পুলিশ।
advertisement
3/7
*আয়ুর্বেদিক কলেজের বিশেষজ্ঞদের পরামর্শ মেনে তৈরি করা হয়েছে এই স্যানিটাইজার। ডগ স্কোয়াডের ভেতরেই নিমপাতা, কর্পূর ও ফিটকিরি দিয়ে তৈরি করা হচ্ছে প্রাকৃতিক এই স্যানিটাইজার। যা প্রয়োগ করে সুস্থ রাখা হচ্ছে ডগ স্কোয়াডের এই সদস্যদের।
*আয়ুর্বেদিক কলেজের বিশেষজ্ঞদের পরামর্শ মেনে তৈরি করা হয়েছে এই স্যানিটাইজার। ডগ স্কোয়াডের ভেতরেই নিমপাতা, কর্পূর ও ফিটকিরি দিয়ে তৈরি করা হচ্ছে প্রাকৃতিক এই স্যানিটাইজার। যা প্রয়োগ করে সুস্থ রাখা হচ্ছে ডগ স্কোয়াডের এই সদস্যদের।
advertisement
4/7
*ডগ স্কোয়াডের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ পান্ডে বলেন, "কুকুরের শরীরে করোনা ভাইরাস আক্রমণ করতে পারে না। তবে তারা এই ভাইরাস বহন করতে পারে। যেহেতু প্রত্যেকটি কুকুরের সঙ্গে একজন করে হ্যান্ডলার থাকে, তাই তারা যাতে এদের দ্বারা আক্রান্ত না হয় সেজন্যই নিয়মিত প্রাকৃতিক উপায়ে স্যানিটাইজ করা হচ্ছে তাদের।" তিনি জানান, রোজ সাবান মাখালে কুকুরের চামড়া ক্ষতিগ্রস্ত হয়, তাই আয়ুর্বেদিক কলেজের পরামর্শ নিয়ে এই স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। এই স্যানিটাইজার প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ায় তা কুকুরের শরীরের পক্ষে খুবই ভালো। নিয়মিত এই প্রাকৃতিক তরল প্রয়োগ করে ভালো ফল পাওয়া যাচ্ছে বলেই ডগ স্কোয়াড সূত্রে খবর।
*ডগ স্কোয়াডের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ পান্ডে বলেন, "কুকুরের শরীরে করোনা ভাইরাস আক্রমণ করতে পারে না। তবে তারা এই ভাইরাস বহন করতে পারে। যেহেতু প্রত্যেকটি কুকুরের সঙ্গে একজন করে হ্যান্ডলার থাকে, তাই তারা যাতে এদের দ্বারা আক্রান্ত না হয় সেজন্যই নিয়মিত প্রাকৃতিক উপায়ে স্যানিটাইজ করা হচ্ছে তাদের।" তিনি জানান, রোজ সাবান মাখালে কুকুরের চামড়া ক্ষতিগ্রস্ত হয়, তাই আয়ুর্বেদিক কলেজের পরামর্শ নিয়ে এই স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। এই স্যানিটাইজার প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ায় তা কুকুরের শরীরের পক্ষে খুবই ভালো। নিয়মিত এই প্রাকৃতিক তরল প্রয়োগ করে ভালো ফল পাওয়া যাচ্ছে বলেই ডগ স্কোয়াড সূত্রে খবর।
advertisement
5/7
*দশ লিটার জলে এক কেজি নিমপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে তাতে পরিমাণমতো কর্পূর ও ফিটকিরি মিশিয়ে এই স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। তারপর সেই জল ঠান্ডা করে ছেঁকে নিয়ে একটি বড় পাত্রে রাখা হচ্ছে।
*দশ লিটার জলে এক কেজি নিমপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে তাতে পরিমাণমতো কর্পূর ও ফিটকিরি মিশিয়ে এই স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। তারপর সেই জল ঠান্ডা করে ছেঁকে নিয়ে একটি বড় পাত্রে রাখা হচ্ছে।
advertisement
6/7
*ডিউটি সেরে চার্লস, লিজাদের মতো অন্য কুকুররা ডিউটি সেরে ফিরলে ঘরে নেওয়ার আগে প্রথমেই তাদের স্যানিটাইজার ভর্তি পাত্রে নামানো হচ্ছে। প্রথমে পা থেকে তলপেট পর্যন্ত ভাল করে স্যানিটাইজার দিয়ে ধোয়ানো হচ্ছে। তারপর স্প্রে মেশিন দিয়ে গায়ে ছেটানো হচ্ছে এই প্রাকৃতিক তরল। এরপর জীবাণুমুক্ত কাপড় দিয়ে তাদের শরীর ভাল করে মুছে তারপরই ফেরানো হচ্ছে তাদের ঘর বা ক্যানালে। এভাবেই প্রত্যেকদিন হার্বাল স্যানিটাইজার তৈরি করে জীবাণুমুক্ত রাখা হচ্ছে গোটা ডগ স্কোয়াডকে। ডগ স্কোয়াডের অন্য এক অফিসার বলেন, "হার্বাল স্যানিটাইজার প্রয়োগ করায় কুকুরগুলি ত্বক আগের থেকে আরও ভাল হয়েছে।"
*ডিউটি সেরে চার্লস, লিজাদের মতো অন্য কুকুররা ডিউটি সেরে ফিরলে ঘরে নেওয়ার আগে প্রথমেই তাদের স্যানিটাইজার ভর্তি পাত্রে নামানো হচ্ছে। প্রথমে পা থেকে তলপেট পর্যন্ত ভাল করে স্যানিটাইজার দিয়ে ধোয়ানো হচ্ছে। তারপর স্প্রে মেশিন দিয়ে গায়ে ছেটানো হচ্ছে এই প্রাকৃতিক তরল। এরপর জীবাণুমুক্ত কাপড় দিয়ে তাদের শরীর ভাল করে মুছে তারপরই ফেরানো হচ্ছে তাদের ঘর বা ক্যানালে। এভাবেই প্রত্যেকদিন হার্বাল স্যানিটাইজার তৈরি করে জীবাণুমুক্ত রাখা হচ্ছে গোটা ডগ স্কোয়াডকে। ডগ স্কোয়াডের অন্য এক অফিসার বলেন, "হার্বাল স্যানিটাইজার প্রয়োগ করায় কুকুরগুলি ত্বক আগের থেকে আরও ভাল হয়েছে।"
advertisement
7/7
*তবে শুধু পুলিশ কুকুর নয়, একই পদ্ধতিতে হার্বাল সানিটাইজার তৈরি করে সাধারণ মানুষও বাড়িতে ব্যবহার করতে পারেন বলে জানাচ্ছে আয়ুর্বেদিক কলেজ।
*তবে শুধু পুলিশ কুকুর নয়, একই পদ্ধতিতে হার্বাল সানিটাইজার তৈরি করে সাধারণ মানুষও বাড়িতে ব্যবহার করতে পারেন বলে জানাচ্ছে আয়ুর্বেদিক কলেজ।
advertisement
advertisement
advertisement