করোনা সংক্রমণের কাশি কিছুটা আলাদা, দু'টি উপসর্গ দেখা দিলে সাবধান
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণের কারণে কাশি হলে তা সাধারণ কাশির থেকে কিছুটা আলাদা হয়৷
advertisement
advertisement
advertisement
চিকিৎসকেরা বলছেন, করোনা সংক্রমণের কারণে কাশি হলে তা সাধারণ কাশির থেকে কিছুটা আলাদা হয়৷ প্রথমত খুব জোরে কাশির বেগ আসে এবং তা একটানা অনেকক্ষণ স্থায়ী হয়৷ এমনকী, করোনা আক্রান্তদের এক ঘণ্টা ধরে কাশি হওয়াও অস্বাভাবিক নয়৷ এর সঙ্গে থাকে জ্বর৷ রি হেল্পলাইনে ফোন করে কথা বলা উচিত৷ পাশাপাশি পরিবারের অন্যদের থেকে রোগীকে আলাদা করে রাখা উচিত৷
advertisement
যদি একদিনে তিন বা তার বেশি বার জ্বর এবং একটানা কাশির সমস্যা দেখা দেয়, তাহলে তাকে উপেক্ষা করা ঠিক নয়৷ কাশির সঙ্গে কফ বেরলে তা করোনার সংক্রমণের আরও একটি লক্ষণ৷ এমন উপসর্গ থাকলে অবশ্যই করোনা চিকিৎসার জন্য সরকারি হেল্পলাইনে ফোন করে কথা বলা উচিত৷ পাশাপাশি পরিবারের অন্যদের থেকে রোগীকে আলাদা করে রাখা উচিত৷
advertisement
advertisement