যদি একদিনে তিন বা তার বেশি বার জ্বর এবং একটানা কাশির সমস্যা দেখা দেয়, তাহলে তাকে উপেক্ষা করা ঠিক নয়৷ কাশির সঙ্গে কফ বেরলে তা করোনার সংক্রমণের আরও একটি লক্ষণ৷ এমন উপসর্গ থাকলে অবশ্যই করোনা চিকিৎসার জন্য সরকারি হেল্পলাইনে ফোন করে কথা বলা উচিত৷ পাশাপাশি পরিবারের অন্যদের থেকে রোগীকে আলাদা করে রাখা উচিত৷