India Coronavirus Update: ফের বাড়ছে করোনা, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত ৪১,৫০৬ জন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রবিবার (India Coronavirus Update) ফের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৪১,৫০৬ জনে। এরই সঙ্গে গত একদিনে করোনায় (Covid-19 Death) মৃত্যু হয়েছে ৮৯৫ জনের।
গত সপ্তাহে দেশজুড়ে করোনাভাইরাসে (Coronavirus India) দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নীচে নেমে গিয়েছিল। কিন্তু রবিবার (India Coronavirus Update) ফের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৪১,৫০৬ জনে। এরই সঙ্গে গত একদিনে করোনায় (Covid-19 Death) মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। শনিবারের তুলনায় মৃত্যুর সংখ্যা খানিকটা কমলেও, এখনও তা ৯০০-র কাছে। ফলে চিন্তা-আশঙ্কা থেকেই যাচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement