করোনারই মতোই বিপজ্জনক ভাইরাস এইচআইভি, আজই জানুন উপসর্গগুলি

Last Updated:
চিকিৎসকেরা বলছেন বেশিরভাগ রোগী নিজের অজ্ঞতাবশত এই রোগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। অথচ প্রাথমিক ভাবে ধরা পড়লে এইচআইভি অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব। যদিও এইচআইভির লক্ষণগুলি ব্যক্তি ভেদে আলাদা তবুও এই রোগের সংক্রমনের দু' তিন মাসের মধ্যে কিছু প্রাথমিক লক্ষণ ধরা পড়ে। সেগুলিকে খেয়াল করেও সতর্ক হওয়া যায়।
1/6
 করোনার মতোই একটি ভাইরাস এইচআইভি। সরাসরি আঘাত হানে রোগ প্রতিরোধ ক্ষমতায় সংক্রমিত ব্যক্তির বাঁচার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হতে থাকে এইচ আইভি সংক্রমিত হলে।
করোনার মতোই একটি ভাইরাস এইচআইভি। সরাসরি আঘাত হানে রোগ প্রতিরোধ ক্ষমতায় সংক্রমিত ব্যক্তির বাঁচার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হতে থাকে এইচ আইভি সংক্রমিত হলে।
advertisement
2/6
দেখা গিয়েছে এইচআইভিতে আক্রান্ত বেশির ভাগ লোক প্রাথমিক ভাবে জ্বরে আক্রান্ত হন। প্রথম প্রথম এই জ্বর প্রায় চার সপ্তাহ কাবু করে রাখে।
দেখা গিয়েছে এইচআইভিতে আক্রান্ত বেশির ভাগ লোক প্রাথমিক ভাবে জ্বরে আক্রান্ত হন। প্রথম প্রথম এই জ্বর প্রায় চার সপ্তাহ কাবু করে রাখে।
advertisement
3/6
এইচআইভি আক্রান্ত ব্যক্তির অনেক সময় অনিয়ন্ত্রিত ঘাম হয়। জামা কাপড় ভিজে যেতে পারে। এমনকি ঘুমের মধ্যেও অস্বাভাবিক ঘামে ভিজে। ঘাম,জ্বর একই সাথে শরীরকে নাজেহাল করে তুলতে পারে।
এইচআইভি আক্রান্ত ব্যক্তির অনেক সময় অনিয়ন্ত্রিত ঘাম হয়। জামা কাপড় ভিজে যেতে পারে। এমনকি ঘুমের মধ্যেও অস্বাভাবিক ঘামে ভিজে। ঘাম,জ্বর একই সাথে শরীরকে নাজেহাল করে তুলতে পারে।
advertisement
4/6
এইচআইভি সংক্রমণের প্রথম বড় লক্ষণ হল, গলায় ব্যথা। এইচআইভি সংক্রমণ হলে শুরুতে গলায় অস্বাভাবিক ব্যাথা হয়। রোগীর ঢোক গিলতে বা কোনও খাবার খেতে কষ্ট হয়। এমনকি জল খেতেও অসুবিধা হয়। ক্রোয়েশিয়ার সংস্থা অ্যাক্টা ডার্মাটোভেনরল-এর সমীক্ষায় দেখা গিয়েছে, সমীক্ষায় দেখা গিয়েছে
এইচআইভি সংক্রমণের প্রথম বড় লক্ষণ হল, গলায় ব্যথা। এইচআইভি সংক্রমণ হলে শুরুতে গলায় অস্বাভাবিক ব্যাথা হয়। রোগীর ঢোক গিলতে বা কোনও খাবার খেতে কষ্ট হয়। এমনকি জল খেতেও অসুবিধা হয়। ক্রোয়েশিয়ার সংস্থা অ্যাক্টা ডার্মাটোভেনরল-এর সমীক্ষায় দেখা গিয়েছে, সমীক্ষায় দেখা গিয়েছে
advertisement
5/6
প্রায় ৮৮ শতাংশ রোগীর ক্ষেত্রে প্রথম তিন সপ্তাহের মধ্যেই গলায়, মাথায় রেশ দেখা দেয়। তীব্র প্রদাহ হতে শুরু করে চাকা চাকা হয়ে ফুলে থাকা জায়গাগুলিতে।
প্রায় ৮৮ শতাংশ রোগীর ক্ষেত্রে প্রথম তিন সপ্তাহের মধ্যেই গলায়, মাথায় রেশ দেখা দেয়। তীব্র প্রদাহ হতে শুরু করে চাকা চাকা হয়ে ফুলে থাকা জায়গাগুলিতে।
advertisement
6/6
এইচআইভি সংক্রমণ শুরু হলে শুরুর দিকে অনেকের বমি ভাব হয়। শরীরের প্রতিরোধ ক্ষমতা যত কমতে থাকে ততই পাল্লা দিয়ে বাড়তে থাকে বমি ভাব।
এইচআইভি সংক্রমণ শুরু হলে শুরুর দিকে অনেকের বমি ভাব হয়। শরীরের প্রতিরোধ ক্ষমতা যত কমতে থাকে ততই পাল্লা দিয়ে বাড়তে থাকে বমি ভাব।
advertisement
advertisement
advertisement