Home » Photo » coronavirus-latest-news » করোনারই মতোই বিপজ্জনক ভাইরাস এইচআইভি, আজই জানুন উপসর্গগুলি

করোনারই মতোই বিপজ্জনক ভাইরাস এইচআইভি, আজই জানুন উপসর্গগুলি

চিকিৎসকেরা বলছেন বেশিরভাগ রোগী নিজের অজ্ঞতাবশত এই রোগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। অথচ প্রাথমিক ভাবে ধরা পড়লে এইচআইভি অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব। যদিও এইচআইভির লক্ষণগুলি ব্যক্তি ভেদে আলাদা তবুও এই রোগের সংক্রমনের দু' তিন মাসের মধ্যে কিছু প্রাথমিক লক্ষণ ধরা পড়ে। সেগুলিকে খেয়াল করেও সতর্ক হওয়া যায়।