২০২১-এর জুলাইয়ের মধ্যেই দেশে ২৫ কোটি মানুষকে করোনার টিকা, দাবি স্বাস্থ্যমন্ত্রীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন, কেন্দ্রীয় ভাবেই করোনার প্রতিষেধক কেনা হবে এবং তার বণ্টন ব্যবস্থার উপরেও নিরন্তর নজর রাখা হবে৷
২০২১ সালের জুলাই মাসের মধ্যে দেশের প্রায় ২৫ কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার৷ এ দিন একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ তিনি আরও জানিয়েছেন, সরকারের হাতে প্রায় ৪০ থেকে ৫০ কোটি ভ্যাকসিনের ডোজ আসতে চলেছে৷ সমানভাবে তা যাতে সবার কাছে পৌঁছয়, তা নিশ্চিত করা হবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
ভারতে এই মুহূর্তে অন্তত তিনটি ভ্যাকসিন বাজারে আসার ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে৷ তার মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে রয়েছে৷ বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদক সংস্থা পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ভারতে এই ভ্যাকসিন উৎপাদনের দায়িত্বে রয়েছে৷