ফেস মাস্ক অজান্তেই বাড়াচ্ছে শরীরের অভ্যন্তরীণ রোগপ্রতিরোধ ক্ষমতা, জানুন বিশদে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ফেসমাস্ক কি শরীরের অভ্যন্তরীণ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে ?
advertisement
advertisement
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এই সমীক্ষায় জানানো হয়েছে, মানুষ যদি ফেস মাস্ক পরে থাকে তবে ভাইরাসের ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা পাবে। জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্র সত্য বলে প্রমাণও হয়েছে। যত দিন করোনার ভ্যাকসিন না আসছে, ততদিন ফেস মাস্ক পরে থাকলে তা টিকার মতোই মানুষকে সুরক্ষিত রাখবে। Representational Image
advertisement
দ্য টেলিগ্রাফ ইউকে-র সংবাদ অনুযায়ী, প্রথমে যেমন ভাবে করোনার ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তাতে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। মাস্ক পরার ফলেই এই ভাইরাস অনেকাংশে প্রতিহত হয়। মাস্ক পরার ফলে কারও নাকের সর্দি অথবা ড্রপলেটও অন্য কারও গায়ে গিয়ে পড়তেও পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সময়ে ফেস মাস্ক পড়তে বিশ্ববাসীকে অনুরোধ জানায়। এতে ভাইরাসের হাত থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যাবে বলে তারা আশ্বাস দেয়। Representational Image
advertisement
ভারতে রাস্তায় বেরোলেই ফেস মাস্ক পরা তার পর থেকেই বাধ্যতামূলক করা হয়। করোনার সময়ে ভারত সরকার সবাইকে ফেস মাস্ক পরতে অনুরোধ জানায়। ডা. শৈলজা বৈদ্য গুপ্ত, যিনি মাস্ক-বিধি নিয়ে সব থেকে সরব ছিলেন, তিনি ঘরে বানানো মাস্কের পরিকল্পনার উপরও এর পরে জোর দেন। নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. গুপ্ত জানান, ভারতের মতো জায়গায় আইসোলেশন এবং সোশ্যাল ডিস্টেনসিং মানা খুবই কঠিন। ভারতে এর থেকে মাস্ক পরাই কাজের কাজ হবে। শৈলজা আরও বলেন, মাস্ক পরে কোনও উপকার হয় না কি হয় না- এই নিয়ে অনেক বিতর্ক আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলমোহর পাওয়া অনেক বৈজ্ঞানিক পেপার প্রমাণ করেছে, হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে বাঁচতে ফেস মাস্ক পরা খুবই জরুরি। Representational Image






